Purba Bardhaman: হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, আগুনে ভস্মীভূত পোল্ট্রি ফার্ম, ২ হাজার মুরগির মৃত্যু

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুটি পোল্ট্রি ফার্ম। ঘটনায় পুড়ে মারা গিয়েছে দুহাজারেরও বেশি মুরগির বাচ্চা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মাঠের উপর দিয়ে যাওয়া হাইটেনশনের বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ফলেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় পোল্ট্রি ফার্ম মালিকের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে।মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের কুরুম্বা গ্রামের পশ্চিমপাড়াতে সেরজান শেখের ২টি পোল্ট্রি ফার্ম ছিল। তার ঠিক উপরে ছিল ১১০০০ ভোল্টের বিদ্যুতের তার। কোনওভাবে সেই তার ছিঁড়ে পড়ে পোল্ট্রি ফার্মের উপর। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে পোল্ট্রি ফার্মে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না পোল্ট্রি ফার্মে। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পোল্ট্রি ফার্মের ভিতরে থাকা মুরগি বের করার সময় পাননি মালিক। পোল্ট্রি ফার্মের ছাউনিটি খড়ের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি পোল্ট্রি ফার্ম। তার ঠিক পাশেই আরও একটি পোল্ট্রি ফার্ম ছিল। সেটিও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এদিন অগ্নিকাণ্ডের জন্য বিদ্যুৎ দফতরের গাফিলতিকে দায়ী করেছেন ফার্ম মালিক। তাঁর বক্তব্য, এর আগেও ওই হাইটেনশন তার ছিঁড়ে গিয়েছিল। তারপর বিদ্যুৎ দফতকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিছুদিন আগেই তিনি বৈদ্যুতিক তারে যাতে গার্ড দেওয়া যায় সেই বিষয়ে বিদ্যুতের দফতরের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদনে বিদ্যুৎ দফতর সায় দেয়নি বলে অভিযোগ। যদিও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা জানান এ বিষয়ে লিখিত কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।