সাল পয়লায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে রহস্যমৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর

বছরের প্রথম দিন পিকনিকে গিয়ে রহস্যমৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রীর। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দিতে। কী ভাবে তরুণীর মৃত্যু হল তা বলতে পারছে না কেউই। নিহত সনিয়া ভট্টাচার্যের (১৭) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনো মৃত ছাত্রীর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

নিহতের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, নিহত সনিয়া কান্দি শহরের কলাবাগানের বসিন্দা। রবিবার সকালে বন্ধুদের সঙ্গে ফিস্ট করতে গিয়েছিলেন তিনি। বিকেলে বাবা তাঁকে আনতে যান। তখন অন্যান্যরা দেখেন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন সনিয়া। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তাঁর বাবা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে তারা। সোমবার দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

যদিও এই ঘটনায় মৃতের পরিবারের তরফে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় পরিবারের তরফে কোনও অভিযোগও দায়ের হয়নি। স্বতঃপ্রণোদিতভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

নিহতের বান্ধবী জানিয়েছেন, অন্যান্যদের মতো সকালে লুচি ও দুপুরে বিরিয়ানি খেয়েছিল সনিয়া। কিন্তু কী ভাবে সে অচেতন হয়ে পড়ল তা জানা নেই কারও।