Happy New Year 2023: Sourav Ganguly Enjoys New Year With Family In Presence Of Daughter Sana


কলকাতা: নতুন বছরের আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব। বিরাট, মহেন্দ্র সিংহ ধোনিরা পরিবারের সঙ্গেই কাটালেন ২০২৩ সালের (Happy New Year 2023) প্রথম দিনটি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) বর্ষবরণে একই পথে হাঁটলেন। তিনিও পরিবার, পরিজনদের সঙ্গেই কাটালেন ১ জানুয়ারি। বাড়তি পাওনা হিসাবে নতুন বছরের প্রথম দিনে কলকাতায় সৌরভের মেয়েও উপস্থিত ছিলেন।

কলকাতায় সৌরভকন্যা

বর্তমানে সৌরভকণ্যা সানা লন্ডনে থাকেন। সেখানে থেকেই নিজের পড়াশোনা করছেন তিনি। সৌরভকেই সাম্প্রতিক সময়ে প্রায়শই মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য লন্ডনে যেতে দেখা গিয়েছে। ব্রিটেনের রাজধানীতে একটি ফ্ল্যাটও কিনেছেন সৌরভ। কিন্তু নতুন বছরের শুরুটা লন্ডন নয়, বরং কলকাতায় গোটা পরিবারের সঙ্গেই কাটালেন সানা। সৌরভও এদিন তেমন কোনও কাজ রাখেননি। মেয়ে, স্ত্রী ও আত্মীয় পরিজনদের সঙ্গেই বছরের প্রথম দিনটায় আনন্দে মাতলেন ‘মহারাজ’। 

 

ধোনি, বিরাটের বর্ষবরণ

৩১ ডিসেম্বর বর্ষশেষের আগেও বিরাট, অনুষ্কা উভয় তারকাই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে নিভৃতে কাটানো কিছু মুহূর্তের পোস্ট করেছিলেন। ছবিটি পোস্ট করে বিরাট লিখেছিলেন, ‘২০২২-এর শেষ সূর্যোদয়’। অনুষ্কা যদিও আলাদা করে ওই ছবি পোস্ট করেননি, তবে ইনস্টাগ্রাম স্টোরিতে সূর্যোদয়ের কিছু মুহূর্ত তুলে ধরেছেন তিনিও। একই সঙ্গে নিভৃত যাপনের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি, যা শুক্রবার রাতের বলে জানিয়েছেন। তাতে যদিও ভামিকাকে দেখা যায়নি। বরং স্বামী-স্ত্রীর সাজগোজে তারকাসুলভ জৌলুসই চোখে পড়েছে। তাতে অনুষ্কা লেখেন, ‘গতকাল রাতের শহরে আমরা’। নতুন বছরের প্রথম দিনেও দুই তারকা একই ফ্রেমে ধরা দিলেন। বিরাটই নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর ও অনুষ্কার ছবি পোস্ট করেন। 

বিরাটের মতোই মহেন্দ্র সিংহ ধোনিও পরিবারের সঙ্গেই বর্ষবরণের আনন্দে মাতেন। সোশ্যাল মিডিয়ায় অবশ্য ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক তেমন অ্যাক্টিভ নন। ধোনিপত্নী সাক্ষীই সোশ্যাল মিডিয়ায় বর্ষবরণের রাতে ধোনি ও তাঁদের মেয়ে জিভার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে জিভাকে ধোনির কোলে দেখা যায়। মাহি ও জিভা দু’জনকেই মন দিয়ে আতাসবাজি ফাটানো উপভোগ করতে দেখা যায়। 

আরও পড়ুন: এক অবিস্মরণীয় বছর শেষ হল, স্বপ্নপূরণের বছরশেষে ২০২৩-কে স্বাগত জানালেন মেসি