Nitish Kumr: ‘জাতির নতুন পিতা দেশের জন্য কী করেছেন’, নাম না করে মোদীকে আক্রমণ নীতিশের

দিন কয়েক আগেই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের স্ত্রী অমৃতা ফড়নভিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতির নতুন পিতা বলে সম্বোধন করেছিলেন। আর এবার এ নিয়ে নতুন বছরের প্রাক্কালে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা টেনে ধরে একের পর এক প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেছেন নীতিশ কুমার। শুধু তাই নয়, দেশের স্বাধীনতা আন্দোলনে আরএসএস-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিহারের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের জন্য কিছুই করেননি বলে অভিযোগ করেছেন নীতীশ কুমার।

বিহারের মুখ্যমন্ত্রী নাম না করে মোদীকে কটাক্ষ করে বলেন, ‘আজকাল আধুনিক ভারতের নতুন পিতা নিয়ে আলোচনা হচ্ছে। সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। তিনি দেশের জন্য কি করেছেন? আপনি কিছু কাজ করেছেন? ভারত কোথায় এগিয়েছে, কী কাজ করেছে। আছে শুধু অপপ্রচার।’ এরপরেই মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা কি কখনও মহাত্মা গান্ধীর অবদান ভুলতে পারি? জাতির নতুন পিতা কিন্তু আপনি জাতির জন্য কী করেছেন? উল্লেখযোগ্য কিছু কি করা হয়েছে? ভারত কীভাবে এগিয়েছে? একমাত্র জিনিস যা ঘটেছে তা হল নতুন প্রযুক্তি তৈরি হয়েছে।’ তিনি আরও অভিযোগ করে যে ‘ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই।’

এরপর অমৃতা ফড়নভিসকেও তাঁর মন্তব্যের জন্য তীব্র আক্রমণ করেছেন নীতিশ। উল্লেখ্য, অমৃতা ফড়নভিস বলেছিলেন, ‘ভারতের দুই জাতির পিতা রয়েছে। একজন প্রাচীন ভারতের এবং অন্যটি একটি নতুন ভারতের জন্য। আমি বিশ্বাস করি যে মহাত্মা গান্ধী ভারতের ‘জাতির জনক’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জাতির পিতা’। নতুন ভারতের জাতির পিতা তিনি। এরপরেই রাজ্যসভার সাংসদ এবং শিবসেনা নেতা সঞ্জয় রাউত এর বিরোধিতা করেছিলেন।