Best Annual Prepaid Plan: Jio, Airtel ও Vi-এর সেরা বার্ষিক প্ল্যান এগুলিই, রইল সম্পূর্ণ তালিকা

দেখতে দেখতে ২০২৩ এসে গেল। নতুন বছরের জন্য অনেকের হাজারো পরিকল্পনা, স্বপ্ন। অনেকে আগে থেকে খরচের হিসাবও আন্দাজ করে ফেলেন। আর এই সময়েই কিন্তু টেলিকম প্ল্যানের বিষয়েও নতুন করে ভাবা যেতে পারে। কেন?

কারণ বর্তমানে ইন্টারনেট-কলের জন্য কোনও না কোনও রিচার্জ প্রায় সবাইকেই করতে হয়। আর সেই খরচ নেহাত্ই কম বলা যায় না। জিও, এয়ারটেল বা ভোডাফোন-আইডিয়ার বহু প্ল্যান রয়েছে। এর মধ্যে কোনটি বেছে নেবেন, তাই নিয়ে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক।

তাছাড়া চলতি বছর সংস্থাগুলি রিচার্জের খরচ বাড়াতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সংস্থাগুলি এই বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে সময় থাকতে অনেকে বেশি টাকা দিয়ে এক বছরের রিচার্জ করে নিচ্ছেন। তাতে বেশ কিছু সুবিধা রয়েছে।

প্রথমত, কয়েক দিন বা মাস অন্তর রিচার্জের ঝক্কি নেই। সব মিলিয়ে খরচ সেই আশেপাশেই দাঁড়ায়। দ্বিতীয়ত, পরে কোনওভাবে দাম বাড়লেও সেক্ষেত্রে আরও লাভ হবে। আরও পড়ুন: 2022-এর এই ৫টি বিষয় বইয়ে পড়বে আগামী প্রজন্ম, আপনিও কি সাক্ষী ছিলেন?

এমন সময়ে দাঁড়িয়ে আপনার টেলিকম পরিষেবা প্রদানকারীর বাত্সরিক কিছু প্ল্যান জেনে রাখা ভাল। সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে। রইল জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার কিছু বাত্সরিক প্ল্যানের তালিকা।

Jio-র এক বছরের প্রিপেইড প্ল্যান

  • ২৫৪৫ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৩৬ দিন

মোট ডেটা: ৫০৪ জিবি

দিনে ডেটা: ১.৫ জিবি

SMS: দিনে ১০০টি

সাবস্ক্রিপশন: JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud ।

  • ২৮৭৯ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৬৫ দিন

মোট ডেটা: ৭৩০ জিবি

দিনে ডেটা: ২ জিবি

SMS: দিনে ১০০টি

সাবস্ক্রিপশন: JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud ।

  • ২৯৯৯ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৬৫ দিন + ২৩ দিন

মোট ডেটা: ৯১২.৫ জিবি

দিনে ডেটা: ২.৫ জিবি

SMS: দিনে ১০০টি

সাবস্ক্রিপশন: JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud ।

সব প্ল্যানেই কল আনলিমিটেড।

Airtel-এর এক বছরের প্রিপেইড প্ল্যান

  • ৩৩৫৯ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৬৫ দিন

মোট ডেটা: ৯১২.৫ জিবি

দিনে ডেটা: ২.৫ জিবি

SMS: দিনে ১০০টি

সাবস্ক্রিপশন: অ্যামাজন প্রাইম মোবাইল, প্লাস হটস্টার মোবাইল। এছাড়াও Apollo ২৪|৭ সার্কেল সাবস্ক্রিপশন, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, বিনামূল্যে Hellotunes এবং বিনামূল্যে Wynk Music অ্যাক্সেস।

  • ২৯৯৯ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৬৫ দিন

মোট ডেটা: ৯১২.৫ জিবি

দিনে ডেটা: ২ জিবি

SMS: দিনে ১০০টি

সাবস্ক্রিপশন: Apollo ২৪|৭ সার্কেল সাবস্ক্রিপশন, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, বিনামূল্যে Hellotunes এবং বিনামূল্যে Wynk Music অ্যাক্সেস।

  • ১৭৯৯ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৬৫ দিন

মোট ডেটা: ২৪ জিবি

দিনে ডেটা: ২ জিবি

SMS: মোট ৩৬০০ টি

সব প্ল্যানেই কল আনলিমিটেড।

Vi-র এক বছরের প্রিপেইড প্ল্যান

  • ৩০৯৯ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৬৫ দিন

মোট ডেটা: ৭৩০ জিবি

দিনে ডেটা: ২ জিবি

SMS: দিনে ১০০ টি

এই প্ল্যানের অন্যতম সুবিধা হল, এতে মধ্যরাত থেকে সীমাহীন ডেটা পাবেন। এর পাশাপাশি উইকএন্ড ডেটা রোলওভার, Vi মুভিজ-টিভি এবং ডিজনি প্লাস হটস্টারের বিনামূল্যে ১ বছরের সাবস্ক্রিপশন পাবেন। অতিরিক্ত ৭৫GB ডেটাও ফ্রি পাবেন।

  • ২৮৯৯ টাকার প্ল্যান:

ভ্যালিডিটি: ৩৬৫ দিন

মোট ডেটা: ৭৩০ জিবি

দিনে ডেটা: ১.৫ জিবি

SMS: দিনে ১০০ টি

আরও পড়ুন: কল, নেটওয়ার্কে এত সমস্যা কেন? Jio, Airtel ও Vi-র কাছে জবাব চাইল কেন্দ্র

এই প্ল্যানেও বিঞ্জ অল নাইট, উইকএন্ড ডেটা রোলওভার, ভি মুভি-টিভি এবং ডেটা ডিলাইট অফার রয়েছে। সব প্ল্যানেই কল আনলিমিটেড।