Darjeeling: সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে চাকরির নামে প্রতারণা! গ্রেফতার নেপালের নাগরিক

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল নেপালের এক নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মান বাহাদুর গুরুং। শনিবার দার্জিলিংয়ের সুখিয়াপোখরি এলাকা থেকে ভারতীয় সেনাবাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নেপালের বারদিয়া জেলার তারাতালের বাসিন্দা। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ হল যে সে স্থানীয় যুবকদের প্রতারণা করত। ভারতীয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ায় নাম কয়েক লক্ষ টাকা তুলেছিল। যুবকদের বিশ্বাস অর্জন করতে ধৃত নিজেকে একজন ভারতীয় সেনার কর্নেল হিসেবে পরিচয় দিত। অনেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তারপর থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ এবং সেনাবাহিনী।

দার্জিলিং জেলা পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। এমন অভিযোগ করা হয়েছে। ধৃত ভুয়ো নাগরিক অধিকারপত্রের অধিকারপত্র ও প্রার্থীর জাল পার্টি সহ বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। শান্তির নজরের দেখাও আনা হয়। তারাও এবিষয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে দার্জিলিংয়ের সামনে আদালতে আসা হলে তাকে ৭ পুলিশ হেফাজতের নির্দেশে আদালতের নির্দেশ দেয়। তার সঙ্গে আরও পুলিশ তা জানার চেষ্টা করছে।