Governor Security: জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন পাচ্ছেন?

হামলার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আজ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকায় এটা বলা হয়েছে। এবার থেকে কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন রাজ্যপাল আনন্দ বোস। গোটা দেশের যেখানেই তিনি যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফের জওয়ানরা। এর আগে জগদীপ ধনখড়কেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদান করা হয়েছিল। তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সিভি আনন্দ বোসকেও একই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।

কেন এমন পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের?‌ গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের মূল্যায়নের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দানের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল— রাজ্যপাল সিভি আনন্দ বোসের জীবনের ঝুঁকি আরও বেড়েছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। যদিও সেই বিক্ষোভকে খুব একটা বেশি আমল দেননি তিনি। তবে তাঁর নিরাপত্তা যেন কোনও বিঘ্ন না ঘটে তাই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডঃ সিভি আনন্দ বোস। তার আগে বাংলার রাজ্যপাল পদে আসীন ছিলেন জগদীপ ধনখড়। ২৩ নভেম্বর বাংলার রাজ্যপাল পদে শপথ নেন সিভি আনন্দ বোস। রাজভবনে পা রেখেই তিনি স্পষ্ট করে দেন, রাজনীতিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে তিনি ভাবিত নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কাজ। সেই কাজ তিনি কতটা দক্ষতার সঙ্গে করেন এখন সেটাই দেখার। যদিও আজ, দুপুরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

কেমন হবে রাজ্যপালের নিরাপত্তা?‌ রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্র নিযুক্ত কমিটির সদস্য ছিলেন। তাই তার উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় রাজ্যপালের সঙ্গে সর্বদা থাকবে ৩৫–৪০ জন জওয়ান।