সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইট হ্যাক, লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ’

রাজধানীর পুরান ঢাকা এলাকায় অবস্থিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট (https://gsscdhaka.edu.bd) হ্যাকারদের কবলে পড়েছে। হ্যাক করে ইংরেজিতে ওয়েবসাইটে লেখা হয়েছে ‘পাকিস্তান জিন্দাবাদ’।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে কলেজের ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নেয় হান্টার বাজওয়া নামে একটি হ্যাকার গ্রুপ। সাইটটি পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর।

হ্যাকিংয়ের পর ওয়েবসাইটে আরও লেখা হয়েছে, ‘টিম ব্যাকলেটস! সিকিউরিটি ইস জাস্ট এ ফ্যান্টাসি!’

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা থেকেই কলেজের ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে হ্যাকারের ঝুলিয়ে দেওয়া নোটিশ দেখতে পান তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্ক্রিনশট শেয়ার করেন অনেকে।

অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর বলেন, ‘আমরা বিষয়টি দেখেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’