Ind Vs SL, 2nd T20: 7 No Balls Hurt India As They Lost To Sri Lanka By 16 Runs, First Win For Sri Lanka Against India In India In 13 T20Is


পুণে: ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু পুণেতে পারল না ভারত। শ্রীলঙ্কার কাছে ১৬ রানে ম্যাচ হেরে গেল। অক্ষর পটেল-সূর্যকুমার যাদবের লড়াই ম্যাচে নাটকীয় পরিস্থিতি তৈরি করল। কিন্তু শেষরক্ষা হল না। বরং সিরিজ বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা। ফয়সালা হবে শেষ ম্যাচে।

বৃহস্পতিবার ভারতের হারের কারণ হিসাবে উঠে আসছে নো বলের তত্ত্ব। শ্রীলঙ্কা ইনিংসে ৭টি নো বল করেন ভারতীয় বোলাররা। যার মধ্যে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো অর্শদীপ সিংহ একাই করেন ৫টি নো বল। নিজের প্রথম ওভারে টানা তিনটি নো বল করেন অর্শদীপ। পরে বাঁহাতি পেসার আরও দুটি নো বল করেন। সব মিলিয়ে শুধু ফ্রি হিট থেকেই ৩৪ রান যোগ করে শ্রীলঙ্কা। যে রান শেষ বিচারে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল দুই দলের মধ্যে। বিশেষজ্ঞরা সেরকমই মনে করছেন।

৬ বছর পর ভারতের মাটিতে কোনও টি-টোয়েন্টি জিতল শ্রীলঙ্কা। শেষবার ২০১৬ সালে এই পুণেতেই টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তারপর ১৩ ম্যাচে আর কোনও জয় ছিল না। ফের ভারতকে হারিয়ে দিল শ্রীলঙ্কা।

ওয়াংখেড়ের পর এমসিএ স্টেডিয়াম। মুম্বইয়ের পর পুণে। ফের ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতি। মুম্বইয়ে সিরিজের প্রথম ম্য়াচ মাত্র ২ রানে জিতেছিল ভারত। বৃহস্পতিবার পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে লড়াই করেও ১৬ রানে হার ভারতের। সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।

 


বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু সেই সিদ্ধান্ত কিছুটা ব্যুমেরাং হয়ে ফিরল ভারতীয় শিবিরে। আজ পর্যন্ত দুশো বা তার বেশি রান তুলে কোনও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। সেই রেকর্ড এদিনও অক্ষুণ্ণ রইল।

আরও পড়ুন: ফলো অন এড়াল উত্তরাখণ্ড, তিনশোর লক্ষ্য দিয়ে জয়ের জন্য ঝাঁপানোর অঙ্ক লক্ষ্মীর