Four People In The State Have Been Infected With The New Sub-variant Of Covid-19, Omicron BF.7


ঝিলম করঞ্জাই, কলকাতা: সারা বিশ্ব কোভিড সংক্রমণে কাঁপছে। করোনার ভাইরাসের যে সাব ভ্যারিয়েন্ট এখন ভয় ধরাচ্ছে গোটা বিশ্বকে। সেটা ভারতে ধরা পড়েছিল। এবার খোঁজ মিলল বাংলাতেও। রাজ্যে এমন চারজনের হদিশ মিলেছে। যাঁরা করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত।

কোন এলাকার বাসিন্দা:
ওই চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁরা নদিয়ার বাসিন্দা। অপর একজন কলকাতার বাসিন্দা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্তরা সকলেই ভাল আছেন। অন্যদিকে, ইন্ডিয়ান সার্স-কোভিড-টু-জিনোমিক্স কনসর্টিয়ামের (INSACOG) রিপোর্টে জানা গিয়েছে, আমেরিকায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি-র কারণে সংক্রমণের যে বাড়বাড়ন্ত সম্প্রতি দেখা গেছে, সেই একই সাব ভ্যারিয়েন্ট ভারতেও তার দাপট দেখাচ্ছে। দেশে ৬২ শতাংশের বেশি করোনার ওই নতুন সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত।  

আরও পড়ুন: সিসি টিভি ক্যামেরায় পাথর ছোড়ার মুহূর্তের ছবি, দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator