ODI World Cup: Don’t Wait For The Asia Cup To Select Team For ODI WC, Suggests Krishnamachari Srikkanth


মুম্বই: অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। তার আগে বেশ কিছু ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। রয়েছে এশিয়া কাপও। তবে বিশ্বকাপের দল তৈরির জন্য এশিয়া কাপ পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় বলে মনে করছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। যিনি এক সময় প্রধান নির্বাচকের দায়িত্বও সামলেছেন।

ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে শ্রীকান্ত বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরই ঠিক করে ফেলতে হবে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের পনেরো জন। আমি নির্বাচক কমিটির প্রধান হলে তাই করতাম। তারপর আইপিএলের ফর্ম দেখে সূক্ষ কয়েকটা পরিবর্তন করা যেতে পারে। কিন্তু কখনওই এশিয়া কাপ পর্যন্ত অপেক্ষা করা চলে না। বলা চলে না যে, চলো এশিয়া কাপের পর বিশ্বকাপের দল বাছব। অসম্ভব। অস্ট্রেলিয়া সিরিজের পরই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া উচিত যে, তুমি বিশ্বকাপের কাপের দলে আছো। এবার আইপিএলে ভাল খেলো। নিজের ফর্ম আর ফিটনেসে জোর দাও। আমি নির্বাচনের দায়িত্বে থাকলে এটাই করতাম।’

গম্ভীর পরামর্শ

দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। হাতে আর ৯ মাস মতো সময়। তার আগে টিম ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি কেমন হবে?

‘প্রথমত, ভয়ডরহীনভাবে খেলে, এরকম ক্রিকেটার খুঁজে বার করতে হবে,’ বলছেন গৌতম গম্ভীর। দেশের মাটিতে শেষ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, ‘পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সব ধরনের ক্রিকেটার প্রয়োজন। এরকম অনেক ক্রিকেটার আছে যারা ইনিংস গড়তে পারে। খেলাটাও আগের চেয়ে বদলে গিয়েছে। আগে একটাই নতুন বলে খেলা হতো। এখন দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়। পাঁচজন ফিল্ডার ৩০ গজের বৃত্তের মধ্যে থাকে। এখন আর রিভার্স স্যুইং হয় না। কেউ আছে আছে যারা সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। তবে সবাই সেটা পারে না। কেন এরকম ক্রিকেটারের পিছনে দৌড়ব।’

গম্ভীর যোগ করেছেন, ‘একইরকম মানসিকতার ক্রিকেটার নিয়ে দল গঠন করা উচিত নয়। আমার মনে হয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো প্লেয়ার, যারা ইনিংস গড়তে পারে আর স্পিন বোলিংয়ের বিরুদ্ধে শক্তিশালী, তারা বিশ্বকাপে বিরাট ভূমিকা নেবে।’

আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা