মুখ্যমন্ত্রীর ভাইয়ের আবাসনের বাসিন্দার কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের আবাসনের ভাড়াটের থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে কালীঘাট থানা। আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি থাকলেও পুলিশের দাবি হাই সিকিওরিটি জোনে তা রাখা যায় না।

কালীঘাট থানা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ভাইয়ের আবাসনের একতলায় ঘর ভাড়া নেন বিহারের ৪ বাসিন্দা। তাদের কাছে ১টি আগ্নেয়াস্ত্র ছিল। সেটি আবাসনের নিরাপত্তারক্ষীর চোখে পড়ে। তিনি বিষয়টি পুলিশকে জানান। শুক্রবার পুলিশ এসে ভাড়াটেদের জিজ্ঞাসাবাদ করেন। জানা গিয়েছে, তাঁরা বিহারের পরিচিত ব্যবসায়ী। ব্যবসার কাজেই কলকাতায় ঘর ভাড়া নিয়েছেন তাঁরা। আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্সও রয়েছে তাঁদের।

কালীঘাট থানা সূত্রে জানা গিয়েছে, হাই সিকিওরিটি জোনে স্বয়ংক্রিয় ওই আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। তাই সেটিকে জমা রেখেছেন পুলিশ আধিকারিকরা। বিহারে ফেরার সময় সেটি থানা থেকে সংগ্রহ করে নিয়ে যেতে বলেছেন তাঁরা।

মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে সদা তৎপর থাকে কালীঘাট থানা। তার পরও গত বছর এক যুবক লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকে যায় বলে অভিযোগ। সেই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে। যদিও অভিযুক্তের পরিবারের দাবি ছিল সে মানসিক ভারসাম্যহীন।