Vande Bharat: বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা আরও হতে পারে,শহিদকে…বিস্ফোরক মন্ত্রী

বন্দে ভারতকে ঘিরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। সেমি হাই স্পিড এই ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনাও হয়েছে। আর যাত্রীদের প্রত্যাশা যেন চুপসে যাচ্ছে দিনকে দিন। আর তার মধ্যেই বন্দে ভারত নিয়ে বিস্ফোরক দাবি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর আগেও স্টপেজের দাবিতে বিভিন্ন জায়গায় পাথর ছোঁড়ার ঘটনা হয়েছে। সাধারণ গাড়িকে বন্দে ভারত নাম দিয়ে আর মানুষের পকেটে যদি বন্দে করে দেওয়া হয় তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। এদিকে খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মুখে একথা শুনে কার্যত নতুন করে আতঙ্ক চেপে বসছে সাধারণ যাত্রীদের মধ্যে। তবে কি বন্দে ভারতে আরও পাথর ছোঁড়ার ঘটনা হবে?

তিনি বলেন, যে বেগে গাড়ি চলছে। অথচ হাওড়া থেকে এনজেপি আসতে সময় নেবে আট ঘণ্টা। কোন নামতায় এটা সম্ভব হবে? বলা হচ্ছে হাই স্পিড আর গাড়ি আসবে…এসব ভন্ডামি, বুজরুকি বাদ দিয়ে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরুন। ভোট এলেই এগাড়ি, সেগাড়ি, অমুক, তমুক এসব আর মানুষ আর সহ্য করছেন না। তারফলে এগুলো হচ্ছে।

উদয়ন গুহ বলেন, দল কী বলবে জানি না। তবে নিউ কোচবিহার পর্যন্ত আমি দাবি করছি না। কারণ মানুষের পকেট কাটার দরকার নেই। সাধারণ ট্রেন দিয়ে ওপরে চকচকে ভাব দেখিয়ে মানুষের পকেট কাটা হবে। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে। দিদি করেছিলেন। পদাতিক আছে। শতাব্দী আছে। বামনহাটের মতো গাড়ি চলছে। আর বলছেন বন্দে ভারত।

এর সঙ্গেই মন্ত্রী জানিয়ে দেন, ঢিল ছোঁড়াটা অন্যায়। কিন্তু মানুষ ক্ষোভে করছেন রাগে দুঃখে করছেন,যারা ঢিল ছুঁড়ছেন তারা ঠিক করছেন না। কিন্তু কারা ঢিল ছুঁড়ছেন জানি না। তবে শহিদ করে দিয়ে, বন্দে ভারতকে সামনে রেখে ভোট করা যায়, সিআরপিএফ জওয়ানরা মারা গেলে মোমবাতি ,মালা নিয়ে দিনের পর দিন ভোট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। বন্দে ভারতকে শহিদ করে দিয়ে ভোটের প্রচারে নামলাম। সেটা করা হচ্ছে কি না সেটা দেখতে হবে।

এর সঙ্গেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গে তিনি বলেন, যারা চোর তারা তো চোরের স্বপ্নই দেখবেন। এখানে কোনও চুরির ব্যাপার নেই। আমাদের তত্ত্ববধানে কাজ হবে। আর প্রধানমন্ত্রীর নাম হবে এটা ঠিক নয়।