ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা ৪ ফেরি

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে চারটি ফেরি। নদী পারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকে পড়েছে কয়েকশ’ যানবাহন।

রবিবার (০৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখাচ্ছে। দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা চারটি ফেরি ঘন কুয়াশায় কিছু দেখতে না পেয়ে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।