Haris Rauf Claims Virat Kohli’s Shot Against Him In ICC T20 WC 2022 Was Is Impossible To Repeat


নয়াদিল্লি: মেলবোর্নের মাঠে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের লড়াই চিরস্মরণীয় হয়ে রয়েছে। ম্যাচে ভারতকে কার্যত একা হাতেই ৮২ রানের ইনিংস খেলে জয় এনে দিয়েছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচেরই ১৯তম ওভারের শেষ দুই বলে হ্যারিস রউফের বিরুদ্ধে কোহলির দুই ছক্কার স্মৃতি এখনও সকল ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। রউফের বিরুদ্ধে ব্যাকফুটে দাঁড়িয়ে বিরাট কোহলির স্ট্রেট ড্রাইভে মারা ছয়টি দেখে সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই বিস্মিত হয়ে যান। এই নিয়ে সেই সময় কিছু না বললেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন রউফ।

বিস্ফোরক রউফ

পাকিস্তান ফাস্ট বোলার রউফের মতে বিরাটের পক্ষে ওই শটটি আর কোনদিনও খেলা সম্ভব নয়। তিনি বলেন, ‘ওই শটটা ছয় হওয়ার পরে অবশ্যই খারাপ লেগেছিল। আমি তখন কিছু বলিনি বটে, তবে আমার খারাপ লেগেছিল। যারা ক্রিকেটটা বোঝে, তারা সকলেই জানেন ওঁ কেমন খেলোয়াড়। তবে আমার মনে হয় না ওঁর পক্ষে আর ওই শটটা কোনোদিনও খেলা সম্ভব। ওইরকম শট সহজে দেখা যায় না। বারবার ওই শট মারা সম্ভব নয়। ওঁর ওই শটটায় টাইমিংটা দারুণ ছিল এবং বলটি ছয় হয়।’

দ্রুততম ১৫০০ রান

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত শতরান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নিজের কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ভারতের (Team India) তারকা মিডল অর্ডার ব্যাটার। দ্রুততম ব্যাটার হিসাবে (বলের নিরিখে) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রানের গণ্ডি পার করলেন সূর্য।

সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৮৪৩ বল খেলেই ১৫০০ রানের গণ্ডি পার করে ফেললেন। এত কম বল খেলে আর কোনও ব্যাটার আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেটে ১৫০০ রান করেননি। তবে ইনিংসের নিরিখে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসাবে তিনি এই মাইলফলক পার করলেন। কেএল রাহুল, বিরাট কোহলি, বাবর আজম ও অ্যারন ফিঞ্চ যুগ্মভাবে দ্রুততম, ৩৯ ইনিংসে ১৫০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করেন। পাকিস্তান তারকা মহম্মদ রিজওয়ান ৪২ ইনিংসে এই মাইলফলক পার করেন। শনিবার সূর্যকুমার নিজের ৪৩তম ইনিংসে ১৫০০ রান করলেন। 

সূর্য ৪৫টি ম্যাচে ৪৩টি ইনিংসে মোট ১৫৭৮ রান করেছেন। গড় ৪৬.৪১, স্ট্রাইক রেট ১৮০.৩৪। তিনটি শতরানের পাশাপাশি ১৩টি অর্ধশতরানও করেছেন আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। 

আরও পড়ুন: অধিনায়ক হার্দিকের ভরসাই সাফল্যের চাবিকাঠি, সিরিজসেরা হয়ে দাবি অক্ষরের