Ujjal Biswas: ‘বিজ্ঞান বাঁচাতে মমতাকে দরকার’, বিতর্কিত মন্তব্য মন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে রাজনৈতিক বার্তা দিলেন মন্ত্রী। ‘মমতা লাও, দেশ বাঁচাও’– তৃণমূল মন্ত্রীর এই মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের প্রেক্ষাগৃহে আঞ্চলিক বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন হয়। সেখানেই তৃণমূলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে বলতে শোনা যায়, ‘বিজ্ঞানকে বাঁচাতে মমতাকে দরকার, মমতা লাও, দেশ বাঁচাও।’

ঠিক কী বলেছেন মন্ত্রী?

মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী সব দিকেই খেয়াল রাখেন। শুধু ভারত নয়, গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। বিজ্ঞাপনে আমরা এগিয়ে গেলে ভারতের মানুষ বলবেন ‘মমতা লাও, দেশ বাঁচাও’। দেশের মানুষ বলবেন আমাদের আমাদের বাঁচান।’ পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ বাংলা যা ভাবে, ভারত তা আগামী কাল ভাবে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’

মন্ত্রী ছাড়া এ দিনের অনুষ্ঠানে ছিলেন স্থানীয় জেলাশাসক, পুলিশ কমিশনার এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এরপরে শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন বিজ্ঞানের অনুষ্ঠানে এই ধরনের মন্তব্য ঠিক নয়। এক শিক্ষকের কথায়, ‘মন্ত্রী এই ধরনের অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা দুর্ভাগ্যজনক। এতে ভুল বার্তা যায়।’ অন্যদিকে, এ নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘এসব করতে গিয়েই বাংলার ঐতিহ্যকে নষ্ট করছে তৃণমূল।’ যদিও শাসকদলের নেতৃত্বে দাবি, মন্ত্রী ভুল কিছু মন্তব্য করেননি।