Ispat Express coupling issue: কাপলিং খুলে আলাদা ইস্পাত এক্সপ্রেসের ২ কামরা, পিছনে পড়ে রইল একাধিক কোচ

সাঁতরাগাছি স্টেশনে আলাদা হয়ে গেল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেসের দুটি কামরা। ওই দুই কামরার সংযোগকারী কাপলিং খুলে যাওয়ায় সেই বিপত্তি ঘটেছে। তবে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সুরক্ষিত আছেন যাত্রীরাও।

রবিবার নির্ধারিত সময় প্রায় দু’ঘণ্টা দেরিতে ছাড়ে আপ ইস্পাত এক্সপ্রেস। ৮ টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯ টা ৫ মিনিট নাগাদ হাওড়ার বাকসারা গেটের কাছে ট্রেনের দ্বিতীয় এবং তৃতীয় কামরার সংযোগকারী কাপলিং ভেঙে যায়। আলাদা হয়ে যায় ট্রেনের দুটি কামরা। তার জেরে আচমকা সজোরে আওয়াজ হয়। জোরে ঝাঁকুনি হয় বলে জানিয়েছেন আপ ইস্পাত এক্সপ্রেসের যাত্রীরা। দুর্ঘটনার সময় ট্রেনের গতি বেশ ছিল না বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রেন ঢুকছে স্টেশনে, ধাক্কা দিয়ে শিশুকে রেললাইনে ফেলে দিলেন মহিলা, দেখুন Video

সুব্রত মিত্র নামে এক যাত্রী বলেন, ‘ট্রেনটা যাচ্ছিল। ট্রেনের গতি কম ছিল। ট্রেনটি স্পিড (গতি) বাড়ানোর সঙ্গে-সঙ্গে বগিটি আগে ছেড়ে চলে যায়। তারপরে সবাই ভয় পেয়ে যান। ঠিক কামরার মাঝে দু’জন মহিলা ছিলেন। ওঁরা সরে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি কামরা আলাদা হয়ে যায়। ভাগ্য ভালো যে তাঁদের কিছু হয়নি। অন্য যাত্রীদেরও কিছু হয়নি।’ সেইসঙ্গে রেলের বিরুদ্ধে গাফলিতির অভিযোগ তুলেছেন ওই যাত্রী।

আরও পড়ুন: Trains cancelled on 8th January: দেশজুড়ে আজ বাতিল ২৫৮ ট্রেন, পশ্চিমবঙ্গেও চলবে না অনেক লোকাল, এক্সপ্রেস – তালিকা

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, ঘটনার পর ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন-সহ দুটি কামরা এগিয়ে যায়। বাকিগুলি পিছনে পড়ে থাকে। সেই ঘটনার পর হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেসকে সাঁতরাগাছি স্টেশনের তিন নম্বরে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে খবর, পুরনো কোচ পালটে নয়া কোচ দেওয়া হচ্ছে। নয়া কোচ নিয়েই ছুটবে হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস। সেইসঙ্গে সেই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। ওই ঘটনায় কার গাফিলতি ছিল, রক্ষণাবেক্ষণের গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।