Smriti Mandhana Feels Women’s IPL Will Help Handle Pressure Better


মুম্বই: বহু প্রতীক্ষা, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই বছর থেকেই শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Women’s IPL)। সম্ভবত মার্চের ৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মহিলাদের আইপিএল আয়োজিত হতে পারে। এই আইপিএল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) মতে মহিলাদের আইপিএল ভারতীয় দলের শক্তি বৃদ্ধি করবে এবং মজবুত বেঞ্চ গঠনেও সাহায্য করবে।

তিনি বলেন, ‘মহিলাদের আইপিএল এটা দারুণ টুর্নামেন্ট হতে চলেছে যার ফলে ভারতীয় দলের বেঞ্চ আরও শক্তিশালী হবে। যেভাবে মহিলাদের বিগব্য়াশ ও দ্য হান্ড্রেডে চাপের মুখে নিয়মিত ম্যাচ খেলে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা চাপ সামলাতে পারদর্শী হয়ে উঠেছেন, তেমনই আইপিএলেও আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই চাপের মুখে নিয়মিত খেললে ক্রিকেটাররা আগেভাগেই মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।’

২৬ ফেব্রুয়ারি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরে পরেই আইপিএল হওয়ার কথা। প্রাথমিকভাবে পাঁচটি দল নিয়ে মহিলাদের আইপিএলের যাত্রাপথ শুরু হতে চলেছে। প্রসঙ্গত, মহিলাদের আইপিএল কিন্তু পুরুষদের আইপিএলের পাশাপাশি একই সময়ে আয়োজিত হবে না। পুরুষদের আইপিএল শুরু হওয়ার আগেই সম্ভবত মহিলাদের আইপিএল শেষ হয়ে যাবে। তবে প্রথম মহিলা পাকিস্তান সুপার লিগের একই সময়ে মহিলাদের আইপিএলও আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবল।

ছিটকে গেলেন বুমরা

প্রায় চার মাস পরে তিনি জাতীয় দলে ফিরেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল হাতে ফের আগুন ছোটাবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি পেসার।

যা নিয়ে আক্ষেপ ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেছেন, ‘ওর সঙ্গে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ভাগ্যের শিকার বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করেছিল। সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছিল। বোলিং শুরু করেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল। এটি গত দু’দিনে ঘটেছে। ওর পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। তবে বড় কিছু নয়। আমাদের সতর্ক থাকতেই হয়। আমরা সেটাই করেছি।’

রোহিত যোগ করেন, ‘যখন আমরা ওর নাম দলে রেখেছিলাম, তখন ও নেটে বোলিং করছিল। শুধু পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। ওকে নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বিশ্বকাপের আগে একটা বড় চোট ছিল ওর। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুন: রোহিতকে সামনে দেখে আবেগাপ্লুত অনুরাগী, নিজের আচরণে মন জিতলেন ভারতীয় অধিনায়ক