কাজে দিচ্ছে না হুঁশিয়ারি, ফের বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা

হুলিতে ফের বিজেপির মিছিলে দেখা গেল সিপিএমের পতাকা। বুধবার সুগন্ধা পঞ্চায়েতে বিজেপির স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সিপিএমের ঝান্ডা নিয়ে হাঁটেন অনেকে। তা দেখে বেশ কয়েকটি পতাকা কেড়েও নেন এক সিপিএম নেতা। সিপিএমের দাবি, তাদের কর্মীদের মনোবল ভাঙতে নোংরা রাজনীতি করছে বিজেপি।

আবাস দুর্নীতি ও ১০০ দিনের কাজের টাকার দাবিতে বুধবার সুগন্ধা পঞ্চায়েতে স্মারকলিপি দেয় বিজেপি। সেই মিছিলে অনেকের হাতেই লাল ঝান্ডা দেখা যায়। এর আগে হারিটে একই ছবি দেখা গিয়েছিল। এদিনের মিছিলে লাল ঝান্ডা নিয়ে হাঁটা এক ব্যক্তি বলেন, ‘৩৫ বছর সিপিএম করেও কিছু পাইনি। এখন বিজেপি মানুষের জন্য লড়াই করছে। তাই তাদের মিছিলে এসেছি।’

বিজেপির মিছিলে দলের পতাকা দেখে ছুটে এসে কয়েকজনের হাত থেকে পতাকা কেড়ে নেন এক সিপিএম কর্মী।

বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও বহু সিপিএম কর্মী বঞ্চিত। তাঁদের মাথা গোঁজার জায়গা পর্যন্ত নেই। তাদের দলের নেতাদের এসব নিয়ে মাথাব্যাথাও নেই। তাই নিজের অধিকার বুঝে নিতে তাঁরা বিজেপিতে এসেছেন।’

সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘সিপিএমের কেউ মিছিলে ছিল না। রাস্তা থেকে পতাকা খুলে বিজেপি নিজের দলের কর্মীদের হাতে ধরিয়েছে। নোংরা রাজনীতি করছে ওরা। তবে মানুষ সব জানে।’