‘রোহিতের মোটা হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে’! কোন মহারথী বললেন এই কথা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে তারকাখচিত টিম ইন্ডিয়া (Team India) ‘বাঘ’। সেটা ফের একবার বোঝা গেল। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর থেকে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ভারত দাপুটে জয় পেল ৬৭ রানে। গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ব্যাট হাতে আগুন জ্বালিয়েছেন বিরাট কোহলি (৮৭ বলে ১১৩) ও রোহিত শর্মা (৬৭ বলে ৮৩)। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে পাওয়া গিয়েছে একেবারে চেনা ‘হিটম্য়ান’ অবতারেই। আগ্রাসী মেজাজেই তিনি শাসন করেছেন দ্বীপরাষ্ট্রের বোলারদের। রোহিতের ব্যাটিংয়ের নয়, ফিটনেসের প্রশংসা করলেন, প্রাক্তন পাক অধিনায়ক সালমান বাট (Salman Butt)।

সলমান তাঁর ইউটিউব চ্যানেলে রোহিতের প্রশংসায় বলেছেন, ‘রোহিত যখন প্রথম এসেছিল, তখন কিন্তু ভীষণ রোগা ছিল ও। তবে খেলার মধ্যে না থাকলে বা নিয়মিত ট্রেনিং না করলেই রোহিত মোটা হয়ে যায়। আমার মনে হয় নিজেকে শেপে রাখার জন্য রোহিত অতিরিক্ত ফোকাস করেছে। ও কঠোর পরিশ্রম করছে। এটা খুব ভালো দিক। রোহিত ক্যাপ্টেন। ওকে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হয়। ও যদি ফিট থাকে তাহলে দলের বাকিরাও ওকে দেখে ফিট থাকবে। বিশেষত সামনেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। রোহিত যদি এরকমই ফিট থাকে, তাহলে ওর ব্যাট হাতে আউটপুট আরও বাড়বে। যেটা ভারতীয় দলের জন্য ভালো।’ বিরাট-রোহিতে মজে ভারতের তারকা স্পিনার আর অশ্বিনও। তিনি ট্যুইটারে লেখেন,’দুই তারকা ও ভারতীয় দলের শুভ কামনা চেয়ে একাধিক ফ্যান ক্লাবদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা এক-একজনকে তুলে ধরা বন্ধ করুন। সামনেই বিশ্বকাপ। সেটা নিয়েই মজে থাকা ভালো। তবে এর আগে আরও একটা কথা লিখতে চাই, ভারত ভাগ্যবান যে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো দুই ব্যাটার পেয়েছে।’ 

আরও পড়ুন: Rohit Sharma and Dasun Shanaka, IND vs SL: অশ্বিনের পথে না গিয়ে শনাকাকে ‘মানকাডিং’ করেও কেন ব্যাট করালেন? মুখ খুললেন মহানুভব রোহিত

রোহিতের ফিটনেস নিয়ে গোটা কেরিয়ার জুড়েই কথা হয়েছে। অনেকেই বলেছেন তাঁর চেহারা ক্রিকেটার সুলভ নয়। কেউ আবারও এও বলেন যে, শট মারার সময় রোহিতের কোমর ঘোরে না। ঠিকঠাক। এসবের পরেও রোহিত রয়েছেন রোহিতেই। নিজেকে বিশ্বের অন্যতম সেরা হিসেবেই প্রমাণ করেছেন। গুয়াহাটির পর এবার কলকাতাতেও আগুন ঝলসাতে মরিয়া রোহিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)