জন্ম-মৃত্যু সনদ জালিয়াতি, দালালকে ৪৫ দিনের জেল

জন্ম-মৃত্যু সনদ জালিয়াতিতে জড়িতের জেরে এক দালালকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। দক্ষিণ সিটির আঞ্চলিক অঞ্চল-১ এর  নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন মঙ্গলবার (১০ জানুয়ারি) দুর্জয় ফিরোজ নামক ওই ব্যক্তিকে ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

গত ডিসেম্বর মাসে আনোয়ারা বেগম নামের এক নারীর স্বামী মারা যান। মৃত্যুর সনদের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে বর্তমানে বসবাসরত ফ্রি স্কুল স্ট্রিটের ঠিকানায় জন্ম সনদের আবেদন করেন। সেজন্য তিনি একজন দালালকে ৬ হাজার টাকা দেন এবং দালাল দক্ষিণ সিটি হতে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ না করে অন্য আরেক সিটি করপোরেশনের বর্তমান ভুয়া ঠিকানা দেখিয়ে সে ওই নারীর স্বামীর জন্ম নিবন্ধন সনদ সরবরাহ করেন।

জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ পরবর্তীতে ওই নারী নিয়মানুযায়ী মৃত্যু নিবন্ধন সনদের আবেদন করেন এবং ওই কাজও করে দেওয়ার লক্ষ্যে দালাল দুর্জয়ের আরেক সহযোগীকে ৯ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিন হলেও মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহ করতে না পারায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের দফতরে আসেন।

এ সময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন, আবেদনে প্রদত্ত ঠিকানা দক্ষিণ সিটির অঞ্চল-১ এর আওতাধীন এলাকা হলেও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হতে সংগ্রহ না করে অন্য আরেকটি সিটি করপোরেশনের একটি আঞ্চলিক কার্যালয় হতে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন। ফলে আবেদনকারী দালালকে ১৫ হাজার টাকা দিলেও দীর্ঘদিন ধরে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারেননি। 

নির্বাহী কর্মকর্তা আবেদনকারীর নিকট হতে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন এবং দালাল ফিরোজকে ফোন দিতে বলেন। দালাল ফিরোজ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের দফতরে আসলে জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সনদ সরবরাহে জড়িত থাকার অপরাধে দুর্জয় ফিরোজকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৮ এর ২১(৩) ধারায় ফিরোজকে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

এ বিষয়ে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, ‘বর্তমান ঠিকানা আমার আওতাধীন এলাকায় হওয়া সত্ত্বেও ভুক্তভোগী নারীকে ভুল বুঝিয়ে এই দালাল বর্তমান ঠিকানাকে স্থায়ী ঠিকানা দেখিয়ে, অন্য আরেক সিটি করপোরেশনে ভুয়া বর্তমান ঠিকানা দেখিয়ে সেই অঞ্চলের আঞ্চলিক কার্যালয় হতে জন্ম নিবন্ধন সংগ্রহ করেন। এক্ষেত্রে বর্তমান/ স্থায়ী ঠিকানার প্রমাণ যাচাই না করে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। সনদ জালিয়াতিতে জড়িত থাকায় দুর্জয় ফিরোজ নামক এক দালালকে ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে’।

জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে দালালের খপ্পরে না পড়তে আহবান জানিয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন আরও বলেন, ‘আমরা দক্ষিণ সিটির আওতাধীন সব সম্মানিত বাসিন্দাদেরকে দালালের খপ্পরে না পড়ে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপযুক্ত প্রমাণসহ সর্বোচ্চ ৫০/১০০ টাকা ফি দিয়ে জন্ম-মৃত্য নিবন্ধন সনদ সংগ্রহ ও সংশোধন করার জন্য অনুরোধ করছি’।