মেসির আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন বিশ্বকাপজয়ী হুগো লরিস। France World Cup winning goalkeeper Hugo Lloris announces international retirement after defeat against Argentina in the mega final

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালের বিশ্বকাপে (FIFA World Cup 2018) অধিনায়ক ও গোলকিপার হিসেবে হাতে তুলেছিলেন মহার্ঘ্য সোনালি ট্রফি। চার বছর পর ফের একবার মেগা ফাইনাল জিতলে, প্রথম অধিনায়ক হিসেবে দু’টি বিশ্বকাপ জেতার নজির গড়ার এক অনন্য নজির গড়ে ফেলতে পারতেন হুগো লরিস (Hugo Lloris)। কিন্তু তাঁর স্বপ্নপূরণ হয়নি। লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina) কাছে কাপ যুদ্ধের মেগা ফাইনাল (FIFA World Cup 2022) হেরে যায় তাঁর ফ্রান্স (France)। আর সেই হারের জ্বালায় ৩৬ বছরের গোলকিপার এতটাই বিদ্ধ যে তিনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন। 

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা বলেছেন লরিস। বিশ্বকাপ এখন অতীত। সামনে ইউরো কাপ। এদিকে দিদিয়ের দেশঁর সঙ্গে চুক্তি নবীকরণ করেছে ফরাসি ফুটবল সংস্থা। তাঁর হাতেই ফ্রান্সের জাতীয় ফুটবল দলের রিমোট কন্ট্রোল। এর মধ্যেই খবর হুগো লরিস দেশের হয়ে আর খেলবেন না। লরিস সাক্ষাৎকারে বলেছেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই গ্লাভসজোড়া তুলে রাখার ভাবনাচিন্তা করছিলাম। তাই শেষ পর্যন্ত অবসর নিয়ে ফেললাম। ইউরোর যোগ্যতাপর্বের খেলা শুরু হবে আর কয়েকমাস পরেই। এটাই অবসর নেওয়ার সেরা সময়।’ ২০০৮ সালে অভিষেক হয়েছিল লরিসের। ফ্রান্সের হয়ে লরিস খেলেন ১৪৫টি ম্যাচ। ১২১টি ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দেন। 

আরও পড়ুন: Roberto Martinez | Portugal | Cristiano Ronaldo: এবার পর্তুগালের দায়িত্ব মার্টিনেজ, রোনাল্ডোকে নিয়ে বলে দিলেন বড় কথা!

আরও পড়ুন: Gareth Bale: শেষের ‘বেল’ বাজালেন ‘ওয়েলস উইজার্ড’! তেত্রিশেই ফুটবলকে বললেন আলবিদা

পরিবারকে আরও বেশি সময় দিতে চান লরিস। ক্লাব ফুটবল তিনি খেলে যাবেন আরও কয়েকবছর। ফ্রান্সের হয়ে দীর্ঘ ১৪ বছরের পথচলা শেষ হয়ে গেল লরিসের। তাঁর পরিবর্তে ফ্রান্সের গোল আগলাবেন কে? লরিস নিজে বলছেন মাইক মিনঁর কথা। দীর্ঘদিনের গোলকিপার লরিসকে ছাড়াই এবার এগিয়ে যেতে হবে ফরাসি ফুটবলকে। ইউরোর যোগ্যতা পর্বে আগামী ২৪ মার্চ নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স। দলের হেড কোচ দিদিয়ের দেশঁর চোখ এখন সেদিকেই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)