ফ্যানদের জন্য স্বস্তির খবর, মেসিকে ভয়ংকর রাগানো রেফারি এবার বানপ্রস্থে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপের (Quatar World Cup 2022) পর স্প্য়ানিশ রেফারি আন্তোনিও মাতেউ লাওজের (Antonio Mateu Lahoz) নাম ফুটবলদুনিয়া জেনে গিয়েছে। ৪৫ বছরের বিতর্তকিত রেফারি এবার বানপ্রস্থে যাচ্ছেন। ফুটবল থেকেই অবসর নিতে চলেছেন তিনি। এমনটাই খবর স্প্যানিশ মিডিয়ার। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা (Netherlands vs Argentina)। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে লাওজ ‘ভিলেন’ হয়ে গিয়েছিলেন। একের পর এক হলুদ কার্ড দেখিয়ে ছিলেন তিনি। বাদ যাননি আর্জেন্টিনার কোচ ও সহকারি কোচও। অতিরিক্ত সময় ও পেনাল্টি শ্যুটআউটেও তাঁর বুকপকেট থেকে বেরিয়েছিল হলুদ কার্ড। রেড কার্ড-সহ মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন লাওজ। কার্ড দেখানোর জন্য বদনাম কুড়ানো রেফারি সম্প্রতি বার্সেলোনা ডার্বিতেও (Barcelona Derby) রেড কার্ড-সহ মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। লায়োজের এহেন কীর্তির পর প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজার ও ফুটবল ফেডারেশনের থেকে চূড়ান্ত সমালোচিত হয়েছেন। জানা যাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ তাঁকে আর লা লিগের বাকি ম্য়াচে রাখতে চাইছে না। বিতর্কে মুখ পুড়িয়ে লাওজ এবার অবসরের পথেই হাঁটছেন।

আরও পড়ুন: Rohit Sharma and Dasun Shanaka, IND vs SL: অশ্বিনের পথে না গিয়ে শনাকাকে ‘মানকাডিং’ করেও কেন ব্যাট করালেন? মুখ খুললেন মহানুভব রোহিত

ভ্যালেন্সিয়ার লাওজ কিন্তু রেফারিং করাচ্ছেন বিগত ১৪ বছর। তাঁর অভিজ্ঞতা প্রশ্নাতীত। স্প্যানিশ ফুটবলে অত্যন্ত পরিচিত নাম। সেই ২০০৭-০৮ থেকে লা লিগার ম্যাচ পরিচালনা করছেন তিনি। উয়েফা এবং ফিফা ম্যাচেও তাঁকে পাওয়া যায়। ক্লাব এবং দেশের ম্যাচ পরিচালনা করেন তিনি। ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও রেফারি ছিলেন লাওজ। বিশ্বকাপের বিতর্কিত ম্যাচে মেসি ভয়ংকর রেগে গিয়েছিলেন লাওজের ওপর। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে মেসি সটান বলেছিলেন, ‘আমি এই রেফারিকে নিয়ে বিশেষ কথা বলতে চাই না। তবে এটুকুই বলতে পারি, ফিফার আর একটু ভেবে দেখা উচিত। যে নিজের কাজ ঠিক মতো করতে পারে না, তেমন কাউকে এরকম খেলায় রেফারি করা উচিত নয়। আসলে এত বড় মঞ্চে রেফারিং করার মতো যোগ্যতা ওর নেই।’ 

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে কার্ড দেখেছিলেন যাঁরা: 

ওয়াল্টার স্যামুয়েল (৩১’), মেসিদের সহকারি কোচ
জুরিন টিম্বার (৪৩’)
মার্কোস আকুনা (৪৩’)
ক্রিশ্চিয়ান রোমেরো (৪৫’)
ওউট ওয়েগহোর্স্ট (৪৫+২’)
মেমফিস ডিপে (৭৬’)
লিসান্দ্রো মার্টিনেজ (৭৬)
স্টিভেন বার্গহুইস (৮৮’)
লিয়ান্দ্রো পারাডেস (৮৯’)
লিওনেল স্কালোনি (৯০’), মেসিদের কোচ
লিওনেল মেসি (৯০+১০’)
নিকোলাস ওটামেন্ডি (৯০+১২’)
স্টিভেন বার্গউইন (৯১’)
গঞ্জালো মন্টিয়েল (১০৯’)
জার্মান পেজেলা (১১২’)
ডেনজেল ডামফ্রায়েস (১২৮’)
ডেনজেল ডামফ্রায়েস (১২৮’), দুই হলুদের জন্য লাল
নোয়া লাং (১২৯’)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)