ভাইবোনছড়াতে ইউপিডিএফ (মূল) এর কালেক্টর অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, ১২ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর কালেক্টর এবং মাদক ব্যবসায়ীকে ১টি নাইন এম এম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও চাঁদাবাজির টাকা সহ গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী। গ্রেফতারকৃত কালেক্টর ও মাদক ব্যবসায়ীর নাম নবরত্ন ত্রিপুরা (৪৫)। সে ভাইবোনছড়া ইউনিয়নের মহালছড়ির থালিপাড়া গ্রামের চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাইবোনছড়াতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে নবরত্ন ত্রিপুরাকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে আটক করে।

নিরাপত্তাবাহিনী এবং পুলিশ সূত্রে জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শিহাব উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল থালিপাড়াতে অভিযান পরিচালনা করে নবরত্ন ত্রিপুরা (৪৫) গ্রেফতার করে। পরে আসামীকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাকিল/সাএ