Trains Cancelled on 12th January: বিভিন্ন কারণে দেশ জুড়ে আজ বাতিল ৩২৫টি ট্রেন, তালিকায় হাওড়া-শিয়ালদার বহু লোকাল

আজ (১২ জানুয়ারি) বৃহস্পতিবার দেশ জুড়ে ৩২৫টি ট্রেন বাতিল করেছে ভারতী রেলের বিভিন্ন ডিভিশন। রেল সূত্রে জানানো হয়েছে, ১২৩৬৯ হাওড়া-দেরাদূন কুম্ভ এক্সপ্রেস এবং হাওড়াগামী ১২৩৭০ কুম্ভ এক্সপ্রেস আজ চলবে না। এদিকে আজ বাতিল হয়েছে পুরী থেকে শালিমারগামী শাপ্তাহিক ট্রেন। ছুটবে না শিয়ালদাগামী ১২৯৮৮ আজমের-শিয়ালদা এক্সপ্রেসও। তাছাড়া হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর, হাওড়া-গুড়াপ, হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-সিঙ্গুর, হাওড়া-হরিপাল, হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল। আমতা – হাওড়া লোকাল ট্রেনও বাতিল হয়েছে আজ। এছাড়া শিয়ালদা শাখায় শিয়ালদা-নৈহাটি লাইনে চারটি লোকাল ট্রেন বাতিল হয়েছে। রানাঘাট-নৈহাটি লাইনেও বেশ কিছু লোকাল বাতিল হয়েছে।

কীভাবে বাতিল ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে? গুগলে গিয়ে সার্চবারে ‘NTES – Indian Rail – National Train Enquiry System’ টাইপ করুন। তারপর ‘NTES – Indian Rail- National Train Enquiry System’-তে ক্লিক করুন। ‘Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন।নয়া একটি পেজ খুলে যাবে। উপরের দিকে ‘Exceptional Trains’-তে ক্লিক করুন। তারপর ‘Cancelled Trains’-এ ক্লিক করতে হবে। আবারও ‘Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন। তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখাবে।

এদিকে আজ নলহাটি জংশন-আজিমগঞ্জ জংশন মেমু বাতিল। আসানসোল এবং বোকারোর মধ্যে আপ ও ডাউন লাইনে মেমু ট্রেন বাতিল হয়েছে। এদিকে বোকারো স্টিল সিটি ও আসানসোল জংশনের মধ্যকার মেমু প্যাসেঞ্জার বাতিল হয়েছে। এছাড়াও কুয়াশার জন্য বহু ট্রেন দেরিতে চলবে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলি বেশ দেরিতে চলবে কুয়াশার কারণে। দৃশ্যমানতা কম থাকার জেরে উত্তর ভারতেরও বহু ট্রেন ধীর গতিতে চলবে। যার জেরে সেই ট্রেনগুলির গন্তব্যে পৌঁছতে সময় লাগবে।

এদিকে কুয়াশার কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। ২ মার্চ পর্যন্ত বাতিল ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup