পুরুলিয়ায় ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ DYFI কর্মী, অভিযোগের তির TMC-র দিকে

রাজ্যে ফের আক্রান্ত লাল ঝান্ডা। এবার DYFI নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার মাকাপোলি গ্রামে। গুরুতর আহত DYFI নেতা কৃষ্ণপদ টুডুকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার এক সিপিএম নেতা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন এরিয়া কমিটির সদস্য কৃষ্ণপদ টুডু। মাকাপোলি মোড়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মোট ৩টি গুলি লেগেছে তাঁর দেহে। গুলি লেগেছে কাঁধে ও হাতে। রক্তক্ত অবস্থায় কৃষ্ণপদবাবুকে উদ্ধার করে প্রথমে বান্দোয়ান থানায় নিয়ে যান সিপিএম কর্মীরা। পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অস্ত্রোপচার চলছে।

সিপিএমের তরফে জানানো হয়েছে, কৃষ্ণপদবাবু দলের অত্যন্ত সক্রিয় কর্মী। সম্প্রতি এলাকায় সিপিএম তৎপরতা বাড়িয়েছিল। তার জেরেই তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বান্দোয়ানে আজ আমাদের দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ছিল। কিন্তু DYFI কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে কিছু জানা নেই।