IND vs SL 3rd ODI LIVE Updates India vs Sri Lanka 3rd ODI Live Score Online Match highlights Rohit Sharma Greenfield Stadium Trivandrum

তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্য়াচের সিরিজ নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া (Team India)। আপাত অর্থে তাই তৃতীয় ওয়ান ডে (IND vs SL 3rd ODI) ম্যাচটি নিয়মরক্ষারই বটে। তবে এই বছরের পরের দিকে দেশেই বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। তাই বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে কোনও ম্যাচকেই হালকাভাবে নেওয়া যায় না। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও (Vikram Rathour) তৃতীয় ম্যাচের আগে ঠিক এই কথাটাই সাংবাদিক সম্মেলনে বলেন।

তাই সিরিজ জিতলেও এই ম্যাচে ভারতীয় দলের একাদশে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বিক্রম রাঠৌরকে তৃতীয় ওয়ান ডেতে দলের পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমাদের এখনও তেমন কোনও কথা হয়নি, তবে হ্যাঁ আমরা এই সিরিজটা ইতিমধ্যেই জিতে নিয়েছি। এখনও অনেকগুলি বিভাগ রয়েছে যেখানে আমাদের উন্নতি করার প্রয়োজন আছে। ভুললে চলবে না এই বছরেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তাই আমাদের সব বিভাগেই জোড় দিয়ে নিজেদের দুর্বলতা দূর করতে হবে। আসন্ন ম্যাচেও আমরা নিজেদের খেলায় উন্নতি ঘটানোর আরও একটি সুযোগ পাব। শ্রীলঙ্কা খুবই ভাল দল। তাই ওদের বিরুদ্ধে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রয়েছি।’

এখনও অবধি ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ না পেলেও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন। তিনি নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের তৃতীয় শতরানটিও হাঁকান শ্রীলঙ্কানদের বিপক্ষে। অপরদিক, ঈশান কিষাণ নিজের শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। দুইজনেই আপাতত মাঠের বাইরে বসে রয়েছেন। এই বিষয়ে রাঠৌরের দাবি উভয় ক্রিকেটারই দলের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত।