LIVE News: অস্ত্রসহ গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে, আজ তোলা হবে আদালতে

অস্ত্রসহ গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে

লাইভ আপডেটস

Abhijit Chowdhury

আজ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এদিকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে অবরোধ ও বয়কটের ঘটনার তথ্যানুসন্ধান্তে আজ কলকাতা হাই কোর্টে যাবেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের ব্রেকিং আপডেটের দিকে নজর রাখতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

আজ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এদিকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে অবরোধ ও বয়কটের ঘটনার তথ্যানুসন্ধান্তে আজ কলকাতা হাই কোর্টে যাবেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। অপরদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আজ ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা। অপরদিকে নেপালের বিমান দুর্ঘটনার আসল কারণ বের করার জন্য তদন্তের দিকে থাকবে নজর। এই আবহে দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের ব্রেকিং আপডেটের দিকে নজর রাখতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

16 Jan 2023, 10:24:45 AM IST

প্রাক্তন সিপিএম বিধায়ক বাদল জমাদারের ছেলে গ্রেফতার

ভাঙড়ে অস্ত্র সহ গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়ক বাদল জমাদারের ছেলে। ধৃতের নাম আনারুল জমাদার। তাঁর কাছ থেকে একটি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

16 Jan 2023, 10:02:47 AM IST

জোশীমঠে দ্রুত হারে ভূমিধস হচ্ছে

জোশীমঠের এলাকা পরিদর্শনের পরই বিশেষজ্ঞরা জানিয়েছেন, জোশীমঠে দ্রুত হারে ভূমিধস হচ্ছে। জোশীমঠের জেপি কলোনির ব্যাডমিন্টন কোর্টের ভিতরে ও আশেপাশে কমপক্ষে ৭০ সেন্টিমিটার মাটি ধসে গিয়েছে। মনোহর বাগে ৭ থেকে ১০ সেন্টিমিটার মাটি ধসে গিয়েছে। এখনও পর্যন্ত জোশীমঠের ৮২৬ টি বাড়িতে চিড় পাওয়া গেছে। আরও ১৬৫ টি বাড়ি রয়েছে বিপজ্জনক জোনে।

16 Jan 2023, 10:00:29 AM IST

দিল্লিতে অগ্নিকাণ্ড

দিল্লির শকরপুর এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে সকাল সকাল। ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

16 Jan 2023, 09:58:16 AM IST

বাংলায় আসছেন বিজেপি সভাপতি নড্ডা

আগামী ১৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেদিনই তাঁর নদিয়া জেলার বেথুয়াডহরিতে সভা করার কথা রয়েছে। পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভৈন্দু অধিকারী সহ অন্যান্য রাজ্য কমিটির নেতাদের সঙ্গেও তিনি আলাদাভাবে বৈঠক করবেন বলে সূত্রের খবর। এরপর আগামী ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দুর্গাপুরে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন নড্ডা। রাজ্য নেতাদের পাশাপাশি সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও উপস্থিত থাকবেন।

16 Jan 2023, 09:57:19 AM IST

৬ দিন কলকাতায় থাকবেন সঙ্ঘ প্রধান

সঙ্ঘ প্রধান মোহন ভাগবত কলকাতায় আসছেন। তিনি রাজ্যে ৬ দিন থাকবেন এবং শহিদ মিনারে জনসভা করবেন। আগামী ২৩ জানুয়ারি শহিদ মিনারে জনসভা করবেন মোহন ভাগবত। সেই জনসভায় রাজ্য বিজেপি নেতারাও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

16 Jan 2023, 09:54:56 AM IST

চাঁদেরঘাট সমবায় সমিতি নির্বাচনে জয় বামেদের

তেহট্ট–১ ব্লকের চাঁদেরঘাট সমবায় সমিতিতে ৪৯ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল সিপিএম। তৃণমূল কংগ্রেস–বিজেপি কারও প্রার্থী ছিল না। খোদ মহুয়া মৈত্রের গড়ে শাসকদলের প্রার্থী না থাকায় চর্চা শুরু হয়েছে। 

16 Jan 2023, 09:53:28 AM IST

‘তৃণমূলে যোগ দেওয়ার জন্য বিজেপি নেতাদের চাপ পুলিশের’

আসানসোল কম্বল কাণ্ডে এবার বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। একই সঙ্গে বিজেপি নেতা জিতেন তিওয়ারির ঘনিষ্ঠ বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যকেউ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রবিবার বিজেপি কাউন্সিলরের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। অভিযোগ উঠেছে, বিজেপি নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। 

16 Jan 2023, 09:52:16 AM IST

পৃথক গোর্খাল্যান্ডের দাবির মঞ্চে সিপিএম নেতা

আজ, সোমবার পাহাড়ে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান নির্বাচন। তার আগে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে রবিবার সভা হয় শৈলশহরে। সেই সভায় উপস্থিত ছিল সিপিএমও। রবিবার ক্যাপিটাল হলে একই মঞ্চে দেখা গেল বিমল গুরুং, বিনয় তামাং, অজয় এডওয়ার্ড এবং সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠককে।

16 Jan 2023, 09:39:48 AM IST

জোশীমঠে নতুন করে ফাটল

নতুন করে জোশীমঠের বেশ কিছু বিল্ডিংয়ে ফাটল দেখা দিল। এর জেরে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ আরও দ্রুত গতিতে চালানো হচ্ছে। এদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, জোশীমঠের মতো অবস্থা হয়েছে তাঁর রাজ্যের বহু জায়গাতেও।

16 Jan 2023, 09:37:04 AM IST

এলআইসি-তে ৩০০ পদে নিয়োগ

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ৩০০ সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ১৫ জানুয়ারি। আগ্রহী প্রার্থীরা licindia.in-এ অনলাইনে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ – ৩১ জানুয়ারি। 

16 Jan 2023, 09:32:54 AM IST

শেয়ার বাজারে ‘গ্রিন সিগন্যাল’

ওপেনিং বেলে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সেনসেক্স ৬০,৫৬৫ পয়েন্ট, নিফটি ১৮,০৩৩।

16 Jan 2023, 09:07:28 AM IST

পোখরায় তল্লাশি শুরু হল ফের

নেপাল বিমান দুর্ঘটনায় নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হল ফের। এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। বাকি ৪ জন এখনও নিখোঁজ। এদিকে নেপালের বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমান দুর্ঘটনা হয়েছে।

16 Jan 2023, 08:10:58 AM IST

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সেদেশের সুমাত্রা সাক্ষী থাকল তীব্র মাত্রার ভূমিকম্পের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এই নিয়ে গত ৬দিনে দ্বিতীয়বার তীব্র ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব প্রান্তের সিনকিল শহর।

16 Jan 2023, 08:09:01 AM IST

দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়

রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের একটি এসকর্ট গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।

16 Jan 2023, 07:39:22 AM IST

আজ ডিএ মামলার শুনানি

আজ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। মামলার জন্য ইতিমধ্যেই গঠিন হয়েছে নতুন বেঞ্চ। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে আজ মামলার শুনানি হবে। প্রায় এক মাস পর মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে। এই নিয়ে আজ আদালত কোনও নির্দেশ দেয় কি, না সে দিকে নজর থাকবে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীর।

16 Jan 2023, 07:39:22 AM IST

আজ এসএসকেএম-এ যাবেন মমতা

আজ এসএসকেএম হাসপাতালে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর নাগাদ এই প্রকল্পগুলি উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। 

16 Jan 2023, 07:39:23 AM IST

আজ ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন

কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আজ ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন রয়েছে। পুরুলিয়ার জেলাশাসককে এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নিজের কাউন্সিলরদের অন্যত্র সরিয়ে নিয়ে যায়। 

16 Jan 2023, 07:39:23 AM IST

আজ সাগরদিঘিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধুমপাহাড়ে একটি প্রশাসনিক সভায় অংশ নেবেন তিনি। ওই সভায় বিভিন্ন সরকারির প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়া একাধিক প্রকল্পের শিলন্যাসও রয়েছে। তবে প্রশাসনিক কাজে গেলেও, মনে করা হচ্ছে, আজ আলাদা ভাবে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন তিনি। 

16 Jan 2023, 07:39:23 AM IST

মমতা-অভিষেকের নজরে ত্রিপুরা-মেঘালয়

জানুয়ারি মাসের শেষে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনী প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ১৭–১৯ জানুয়ারি মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ত্রিপুরায় সভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

16 Jan 2023, 07:39:23 AM IST

আজ হাই কোর্টে যাবে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে অবরোধ ও বয়কটের ঘটনার তথ্যানুসন্ধান্তে কলকাতায় পৌঁছেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। রবিবার দুপুরে তিন সদস্যের প্রতিনিধি দল শহরে পা রাখে। আজ, সোমবার তাঁরা হাই কোর্টে যাবেন। সেখানে তাঁরা কথা বলবেন আইনজীবী, আদালতের আধিকারিক ও রাজ্য বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে।

বন্ধ করুন