Team India: Indian Cricketers Virat Kohli And Shubman Gill Introduce With Three Throw Down Specialists In The Squad

তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ ৩-০ জিতে নিয়েছে ভারত (Ind vs SL)। দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমন গিল (Shubman Gill)। তবে দিনের শেষে এমন তিনজনকে নিয়ে আপ্লুত ম্যাচের দুই নায়ক, যাঁরা জাতীয় দলের হয়ে খেলেন না। অথচ তিনজন মিলে নিয়েছেন প্রায় দেড় হাজার উইকেট!

ত্রয়ীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কোহলি ও গিল। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আড্ডা দিয়েছেন কোহলি ও গিল। সেখানেই তাঁরা ডেকে আনেন ত্রয়ীকে। রঘু, নুয়ান ও দয়ানন্দ গড়ানি। ভারতীয় দলের তিন থ্রো ডাউন স্পেশালিস্ট।

একটা সময় নেটে ব্যাটিং করে ম্যাচের প্রস্তুতি সারতেন ক্রিকেটারেরা। ধারণাটা বদলে যেতে শুরু করে বছর ১৫ আগে। ভারতীয় দলে শুরু হয় থ্রো ডাউনে ব্যাটিং। বিশেষ করে সচিন তেন্ডুলকর কেরিয়ারের শেষ ভাগে থ্রো ডাউনে নকিং করেই মূলত প্রস্তুতি সারতেন। সেই থেকে দলের সঙ্গে রয়েছে রঘু। পরে যোগ দেন শ্রীলঙ্কার নুয়ান ও বাংলার দয়ানন্দ।           

শুভমন বলছেন, ‘নুয়ান শ্রীলঙ্কা সিরিজের সময় বেশ কিছু মজার গল্প শোনাচ্ছিল। দয়া বছর দুয়েক আগে দলে যোগ দেয়। এরাই আমাদের প্রস্তুতির সবচেয়ে নির্ভরযোগ্য হাত।’                     

  

শুভমন বলছেন, ‘ম্যাচে পেসাররা ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করে আমাদের পরীক্ষা নেন। তবে থ্রো ডাউন স্পেশালিস্টরা সেই ডেলিভারি খেলতে আমাদের প্রস্তুত করে দেয়। আমাদের সব সময় আউট করার চেষ্টা করে। আমাদের দক্ষতার পরীক্ষা নেয়।’

কোহলি বলছেন, ‘ক্রিকেটার হিসাবে শুরুর দিন আমি যেরকম ছিলাম আর এখন যেরকম আছি, তার নেপথ্যে এদের সঙ্গে প্র্যাক্টিস অন্যতম কারণ। এই তিনজন যেভাবে প্র্যাক্টিস করিয়েছে, তার কৃতিত্ব প্রাপ্য। ওদের অবদান অবিশ্বাস্য। ওদের মুখ আর নাম মনে রাখা উচিত। আমাদের সাফল্যের নেপথ্যে ওদের প্রচেষ্টা রয়েছে। ধন্যবাদ প্রাপ্য ওদের।’

শুভমন যোগ করেন, ‘নেটে ওরা নিয়মিতভাবে আমাদের আউট করে। এই তিনজন সম্মিলিতভাবে ১২০০ বা ১৫০০ উইকেট নিয়েছে। খুব পরিশ্রম করে। বিরাট ভাই যেরকম বলল, ওদের জন্যই আমাদের প্রস্তুতি ভাল হয়। সবরকম পরিবেশ ও পরিস্থিতির জন্য প্রস্তুত হতে পারি।’

আরও পড়ুন: আমার টেস্ট দলে তুমি আছো, টিম ইন্ডিয়ায় ব্রাত্য সরফরাজের মন খারাপ কাটাতে বলছেন বাবা