আগুনে পুড়ে ছাই ছয় পরিবারের মাথা গোঁজার ঠাঁই | BD24Live.com

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি ২০২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিকরা হলেন, কালা মিয়ার ছেলে আব্দু শুক্কুর, তার তিন ছেলে কবির আহমদ, জকির আহমদ, নীর আহমদ ও নজির আহমদের মেয়ে দেলোয়ারা বেগম।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আব্দু শুক্কুরের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন ও আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে যায় ছয়টি বসতঘর।

স্থানীয়দের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামারুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় প্যাকেট খাবার (১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, নুডলস, মরিচ, হলুদের প্যাকেট) দেওয়া হয়েছে। একই সঙ্গে ১২টি কম্বল বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে টিন ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান ইউএনও কামারুজ্জামান।

সালাউদ্দিন/সাএ