Anvay Dravid and Rahul Dravid: ভারতীয় ক্রিকেটে ফের দ্রাবিড় যুগ শুরু! বাইশ গজে রাহুল পুত্র

দ্রাবিড়ের বড় ছেলে সমিতও ক্রিকেটার। কর্নাটকের হয়ে আগেই অনূর্ধ্ব-১৪ স্তরে খেলে ফেলেছে সে। ২০১৯-২০ মরসুমে অনূর্ধ্ব-১৪ স্তরে দু’টি দ্বিশতরানের ইনিংস খেলে সবার নজর কেড়েছিল সমিত।