ইউএনও’র অপসারণ চেয়ে সরিষাবাড়িতে ঝাড়ু মিছিল | BD24Live.com

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২৩

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে নাগরিক কমিটি। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসভার সামনে মানববন্ধন শেষে প্রধান প্রধান সড়কে ঝাড়ু মিছিল করে সহস্রাধিক নারী-পুরুষ। ঝাড়ু মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা ২০২১ সালে এই উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই নানা অনিয়ম দুর্নীতি করে আসছিলেন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আগুন ও ভূমি অফিসে চুরি ঘটনায় তার সম্পৃক্ততা থাকার কথা জানান। ইউএনও’র বিষয়ে অতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আইনজীবী শহীদুল ইসলাম, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, ‘আমি জানি না আসলে কী ঘটছে। আমি বিষয়টি তদন্ত করে দেখবো।’

শাকিল/সাএ