Ramesh Jarkiholi: ভোট পিছু ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা ভরা সভায়! কর্ণাটকে নির্বাচনের আগে বেফাঁস মন্তব্য বিজেপি নেতার

কর্ণটকে ভোটের রণদমামা বেজে গিয়েছে। তারই মাঝে এক জনসফায় বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কের মধ্যে পড়েছেন বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা নেতা রমেশ জারকোলি। বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভোট পিছু ৬০০০ টাকা দেবে বিজেপি, যদি সেই ভোট গিয়ে পড়ে গেরুয়া শিবিরের পক্ষে। এই মন্তব্যের পরই নেতার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে দল।

এর আগেও একাধিক বিতর্কের জেরে বিজেপির এই নেতা কেড়েছেন খবরের শিরেনাম। ২০২১ সালে তিনি পদ ছাড়তে বাধ্য হন তাঁর বিরুদ্ধে ওঠা সেক্স স্ক্যান্ডেল মামলায়। যৌন কেলেঙ্কারির সেই মামলার জেরেও রমেশ জারকিহোলির জন্য সেই সময় অস্বস্তিতে পড়ে বিজেপি। এদিকে, রবিবার কর্ণাটতের বেলাগাভিতে তাঁর সমর্থকদের আয়োজিত সভায় বক্তব্য রাখছিলেন রমেশ জারকিহোলি। এলাকার কংগ্রেস বিধায়ক লক্ষ্মী হেব্বলকরের বিরুদ্ধে তিনি আক্রমণ শানাতে গিয়ে ওই বেফাঁস মন্তব্য করেন বলে খবর। রমেশ বলেন, ‘আমি শুনছি তিনি তাঁর বিধানসভা এলাকায় উপহার দিচ্ছেন ভোটারদের। এখনও পর্যন্ত তিনি সম্ভবত দিয়েছেন রান্নাঘরের জিনিস, যেমন কুকার, মিক্সার, যার দাম সম্ভবত ১০০০ টাকা। তিনি হয়তো আরও কিছু উপহার দেবেন। যার সবমিলিয়ে দাম হয়তো ৩০০০ টাকা। আমি আপনাদের কাছে আর্জি জানাচ্ছে, আমাদের প্রার্থীকে ভোট দেবেন না যদি আমরা ভোট পিছু ৬০০০ টাকা না দিই।’ উল্লেখ্য, কর্ণাটকের গোকাক বিধানসভা এলাকার বিধায়ক ও নেতা রমেশ জারকিহোলির এই মন্তব্যে মে মাসে আসন্ন কর্ণাটক বিধানসভা ভোটের আগে কন্নড় রাজনীতিতে দোলাচল শুরু হয়েছে। আক্রমণের সিকিভাগ অংশও ছাড়ছে না কংগ্রেস।

এদিকে, বিষয়টি নিয়ে রমেশের থেকে দূরত্ব বাড়িয়ে কার্যত এমন মন্তব্যকে নস্যাৎ করেছেন বিজেপির নেতা তথা সেচ মন্ত্রী গোবিন্দ কারজোল। তিনি বলছেন,’ কোনও ব্যক্তি যদি কোনও মন্তব্য করেন, তাহলে তা তাঁর নিজস্ব মন্তব্য। এটা তাংর ব্যক্তিগত বিষয়।’ এরই সঙ্গে তিনি বলেন, ‘ আমাদের পার্টিতে এমন ঘটনার জন্য কোনও জায়গা নেই। আমাদের পার্টির একটি আদর্শ আছে, যার জেরে তাঁরা ক্ষমতায় এসেছে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর নেতত্বে। ’ এদিকে, কংগ্রেসের দাবি এই মন্তব্যকে সামনে রেখে যথাযথ ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup