মাঠে নামার আগেই ইতিহাস কোহলির! অতীতে যা পারেননি কোনও প্রজন্মের কোনও ক্রিকেটারই

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ জিতে নিয়েছে। আগামিকাল ইন্দোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা ও টম ল্যাথামরা। এদিন রোহিতরা নিউজিল্যান্ডকে হারাতে পারলে, শুধুই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবেন না, ইংল্যান্ডকে টপকে ভারত হয়ে যাবে বিশ্বের এক নম্বর ওয়ানডে দল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগেই অনন্য় ইতিহাস লিখে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের প্রাক্তন অধিনায়ক সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, যা করলেন তা এর আগে যা পারেননি বিশ্বের কোনও ক্রিকেটারই।

সোমবার অর্থাৎ আজ আইসিসি বর্ষসেরা টি-২০ দলের ঘোষণা করে দিয়েছে। সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেই, তৃতীয় ভারতীয় হিসাবে নির্বাচিত একাদশে রয়েছেন কিং কোহলিও। গতবছর থেকে এই পুরস্কার দেওয়া চালু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই প্রথমবার বিরাটকে নিয়ে হয়েছে দল। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক জো রুট হয়েছেন বিরাটদের ক্যাপ্টেন। বিরাট বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে অনন্য রেকর্ড করলেন। আইসিসি-র বেছে নেওয়া তিন ফরম্যাটে সেরা দলেই কোনও না কোনও সময় থেকেছেন বিরাট। তিনবার বর্ষসেরা টেস্ট দলে (২০১৭, ২০১৮ ও ২০১৯) ছিলেন বিরাট। এরপর হাফ ডজন বার (২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯) তাঁকে নিয়ে হয়েছে পঞ্চাশ ওভারের ক্রিকেটের সেরা দল। এবার টি-২০ দল তাঁকে নিয়ে।  ব্যাটিং মায়েস্ত্রো বিরাটের মোট ৭৪টি আন্তর্জাতিক শতরান রয়েছে। তার মধ্যে দেশের জার্সিতে টেস্টে তিনি ২৭টি সেঞ্চুরি করেছেন। ৫০ ওভারের ক্রিকেটে করেছেন ৪৬টি ও কুড়ি ওভারে ক্রিকেটে পেয়েছেন একটি শতরান। 

আরও পড়ুন: Shubman Gill | Virat Kohli: ‘ঘড়িটা কে দিয়েছে?’ প্রশ্ন কোহলির! গিলের উত্তরে উঠল ঝড়

ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের পর হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সেই সিরিজে বিশ্রামে ভারতের একাধিক সিনিয়র ক্রিকেটার। নেই বিরাট কোহলিও। আপাতত বিরাট ছোট্ট ব্রেক নেবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার আগে ভারতীয় দল শিবির করবে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ফের ব্যাট হাতে দেখা যাবে বিরাট রাজাকে। তিন বছরেরও বেশি সময় বিরাটের হাত থেকে টেস্ট শতরান আসেনি। ২০২০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার টেস্টে তিন অঙ্কের রান করেছিলেন কোহলি। এবার দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট সেঞ্চুরি পান কিনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)