Congress Leader on Surgical Strike: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন দিগ্বিজয়ের, কংগ্রেস যেন পাকিস্তানের দল, বলল BJP

সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বর্ষীয়ান কংগ্রেস নেতা দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইকে অনেক জঙ্গিকে খতম করা হয়েছে বলে নরেন্দ্র মোদী সরকার দাবি করলেও কোনও প্রমাণ পেশ করতে পারেনি। যদিও পালটা আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস। 

সোমবার জম্মুতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’-র মধ্যেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানান বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয়। সেইসঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে বলে (মোদী সরকার)। (দাবি করে যে) আমরা এত লোক মেরেছি। কিন্তু কোনও প্রমাণ নেই। স্রেফ মিথ্যার আশ্রয়ে এরা রাজত্ব করছে। আমি আপনাদের বলতে চাই যে এই দেশ সকলের।’

পুলওয়ামা জঙ্গি হামলা নিয়েও মুখ খোলেন দিগ্বিজয়। তিনি বলেন, ‘পুলওয়ামায় হামলা চলল। আমাদের ৪১ জন জওয়ান শহিদ হলেন। কেন তাঁদের শহিদ হতে হল? সিআরপিএফের অধিকর্তা সতর্ক করেছিলেন যে এটা (পুলওয়ামা) সংবেদনশীল অঞ্চল। তাই বিমানে করে শ্রীনগর থেকে দিল্লিতে জওয়ানদের পাঠানো হোক। কিন্তু মোদীজি তা শোনেননি। কেন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন?’

আরও পড়ুন: Controversy: শহিদদের ‘ছবি বা দেহ দেখিনি’, পুলওয়ামা ও উরি হামলা কেন্দ্রের ‘পরিকল্পনা’, অভিযোগ কাশ্মীরের এনসি নেতার

দিগ্বিজয় দাবি করেন, পুলওয়ামা হামলা নিয়ে সংসদে বা মানুষের কাছে বিস্তারিত তথ্য পেশ করেনি মোদী সরকার। সেইসঙ্গে তিনি দাবি করেন, সন্ত্রাসবাদের সমস্যা আছে পুলওয়ামায়। সেখানে সব গাড়ি খতিয়ে দেখা হয়। তা সত্ত্বেও কেন সিআরপিএফের কনভয়ের উলটোদিক থেকে যখন স্করপিও গাড়ি আসছিল, তখন কেন সেই গাড়ি পরীক্ষা করে দেখা হয়নি?

আরও পড়ুন: UAPA Case in NIA Court: ‘দেশের বিরুদ্ধে জঘন্য অপরাধ’, পুলওয়ামা হামলাকে সমর্থন করায় ৫ বছরের সাজা পড়ুয়াকে

যদিও দিগ্বিজয়ের সেই মন্তব্য পালটা দিতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ভারতীয় কংগ্রেস হলেও আদতে পাকিস্তানের দলের মতো আচরণ করছে হাত শিবির। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, ‘আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস এবং পুলওয়ামা হামলায় পাকিস্তানের মতো কথা বলছে। ২৬/১১ হামলার জন্যও ভারতকে দায়ী করেছিলেন দিগ্বিজয় সিং। রাহুলজি বলেছিলেন, সৈনিকদের পেটানো হয়েছে. এটা ভারতীয় কংগ্রেস নয়, বরং পিপিপি – পাক পরাস্ত পার্টি। যা আমাদের বাহিনীর মনোবলকে ধাক্কা দিচ্ছে। লজ্জাজনক।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)