Ravindra Jadeja To Lead Saurashtra On His Ranji Trophy Return

নয়াদিল্লি: চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে জাডজা জায়গা পেয়েছেন। সেই সিরিজের আগেই রঞ্জি ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। সৌরাষ্ট্রের (Saurahtra Cricket Team) হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি যে মাঠে নামতে চলেছেন, সেই খবরটা আগেই পাওয়া গিয়েছিল। রঞ্জির গ্রুপ (Ranji Trophy) পর্বের শেষ ম্যাচে জাডেজা শুধু মাঠেই নামবেন না, সৌরাষ্ট্রের অধিনায়কত্বও করতে দেখা যাবে তাঁকে।

জাডেজার প্রত্যাবর্তন

সৌরাষ্ট্র ইতিমধ্যেই রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গিয়েছে। সেই কারণেই তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে দলের অধিনায়ক জয়দেব উনাদকাটকে বিশ্রাম দেওয়া হয়েছে। উনাদকাটের অনুপস্থিতিতেই জাডেজাকে অধিনায়কত্ব করতে দেখা যাবে। ৩৪ বছর বয়সি জাডেজা এশিয়া কাপে চোট পাওয়ার পর প্রায় মাস ছ’য়েক মাঠের বাইরে ছিলেন। মঙ্গলবার তিনি মাঠে নামবেন। মাঠে নামার আগেরদিন সৌরাষ্ট্রের নেটে ঘণ্টাখানেক মতো সময় অনুশীলন করতে দেখা গেল তারকা অলরাউন্ডারকে।

জাডেজা এক জিপিএস ট্র্যাকার লাগিয়েই অনুশীলন করেন। মূলত তাঁর ফিটনেস পরীক্ষা করতেই এই ট্র্যাকার লাগানো হয়। জাডেজা ৩০ মিনিট মতো বল করেন এবং প্রায় সমান সময় ব্যাটিংও করেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক প্রশিক্ষকও এদিন সৌরাষ্ট্রের অনুশীলনে উপস্থিত ছিলেন। তিনি জাডেজার ফিটনেসের দিকে নজর রাখছিলেন। হাঁটুর অস্ত্রোপ্রচারের পর বহুদিন মাঠের বাইরে থাকলেও অনুশীলনে জাডেজাকে ফিটনেস দেখে উচ্ছ্বসিত সৌরাষ্ট্র কোচ নীরজ ওদেদ্রা। 

অধিনায়ক জাডেজা

ম্যাচের আগে সৌরাষ্ট্র কোচ বলেন, ‘ও (জাডেজা) মাঠে ফেরার জন্য ভীষণই উচ্ছ্বসিত এবং সেটা আজকের অনুশীলনে স্পষ্টতই বোঝা গিয়েছে। ও কিন্তু আরও দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে চাইছিল। তবে বহুদিন পরে চোট সারিয়ে মাঠে ফিরছে, তাই ওর এখন অতিরিক্ত কোনওকিছুই করা উচিত নয়। নেটে ঘণ্টাখানেক সময় কাটানোর আগে দলের সকলের উদ্দেশে ও এক পেপটকও দেয়। জাডেজা তো বহুদিন পরে দলের সঙ্গে যুক্ত হয়েছে, তাই ও দলের সকলকে সীমিত ওভারের ক্রিকেটে (বিজয় হাজারে) সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে চেয়েছিল।’

তিনি নিশ্চিত করেন উনাদকাটের অনুপস্থিতিতে জাডেজাই দলকে নেতৃত্ব দেবেন। ‘জেডিকে (জয়দেব উনাদকাট) বিশ্রাম দেওয়ায় আমরা ওকে (জাডেজা) অধিনায়কত্ব করার জন্য অনুরোধ করেছিলাম এবং ও সেই অনুরোধ রাখেও। সৌরাষ্ট্রের হয়ে খেলতে ও দারুণ গর্ববোধ করে।’ বলেন সৌরাষ্ট্র কোচ।

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বিরাট, সূর্য, একাদশে আর কারা সুযোগ পেলেন?