Sourav Ganguly Attends Saraswati Puja At Dikshamanjari Dona Ganguly’s Dance School, Says India Favourite In World Cup

কলকাতা: শহরে থাকলে প্রায় ৩০ বছর ধরে এই দিনটিতে এই একই রুটিন চলে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) বাড়ির সরস্বতী পুজো (Saraswati Puja 2023) প্রায় তিরিশ বছর ধরে চলে আসছে। কলকাতায় থাকলে এই দিনে সকাল সকাল হাজির হয়ে যান সৌরভ (Dada)। পুষ্পাঞ্জলি দেন। পরিবারের সকলের সঙ্গে ভোগ খান।

এ বছরও তার ব্যতিক্রম হল না। ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজোয় হাজির সৌরভ। অঞ্জলি দিলেন। বাগদেবীর আরাধনা জমজমাট জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে ঘিরেই। পুজোতে উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের শিক্ষার্থী, তাঁদের পরিবার ও অন্যান্যরা। ডোনা বলেন, ‘বহুদিন ধরে পুজো করে আসছি। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর ব্যাপ্তিও বেড়েছে। তবে কোভিড পরবর্তী সময়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও, করোনা তো নিশ্চিহ্ন হয়ে যায়নি।’

এ বছর সরস্বতী পুজো পড়েছে প্রজাতন্ত্র দিবসের দিন। স্বভাবতই ছুটির মেজাজ। সৌরভ সকালেই হাজির হয়ে যান ডোনার বাড়িতে। সেখানে সকলের সঙ্গে অঞ্জলি দেন। পরে সৌরভ বলেন, ‘এটা সানার পুজো। ওর জন্যই এত আয়োজন হয়ে আসছে প্রত্যেক বছর। খুব আনন্দ করে। কিন্তু এ বছর ও নেই। পড়াশোনার জন্য বিদেশে থাকতে হচ্ছে।’ সরস্বতীর কাছে কী প্রার্থনা করলেন? সৌরভ হেসে বলছেন, ‘কী আর চাইব!’

সরস্বতী পুজোর মধ্যেও ক্রিকেট থেকে যেন নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। দেশের মাটিতে প্রথমে শ্রীলঙ্কাকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ভারত। তারপর নিউজিল্যান্ডকেও হারিয়েছে ওয়ান ডে সিরিজে। সৌরভ বলছেন, ‘ঘরের মাঠে ভারত বরাবরি ভাল খেলে। খুব শক্তিশালী দল।’

 


চলতি বছরই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। শেষবার ভারত বিশ্বকাপ জিতেছিল দেশের মাটিতেই। ২০১১ সালে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। এবারও কি ভারত টুর্নামেন্টে ফেভারিট? সৌরভ বলছেন, ‘দেশের মাটিতে ভারত সব সময়ই ফেভারিট।’ তবে এরপরই যেন কিছুটা সতর্ক সৌরভ। বলছেন, ‘ভারত ভাল দল। সব বিভাগে ভাল ক্রিকেটার রয়েছে। তবে আইসিসি টুর্নামেন্টে ভাল খেলতে হবে। বড় ম্যাচে চাপের পরিস্থিতিতে ভাল খেলতে হবে।’

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের