FIH Men’s Hockey World Cup 2023: India Won 8-0 Against Japan Classification Match Rourkela Stadium

রৌরকেল্লা: প্রজাতন্ত্র দিবসের দিন অবশেষে ভারতীয় হকিপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তি। জাপানকে ৮-০ গোলে চূর্ণ করে হকি বিশ্বকাপে যাত্রা শেষ করল ভারত (Ind vs Jap)।

প্রজাতন্ত্র দিবসে রৌরকেল্লার মাঠে প্রথমার্ধ দেখে কেউ কল্পনাও করেননি যে, এত বড় ব্যবধানে ম্যাচ জিতবে ভারত। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভারত যে ঝড় তুলল, তাতে জাপান আর ঘুরে দাঁড়াতে পারল না। একের পর এক গোল করে গেলেন ভারতীয়রা। সেই ম্যাচ জিতে হকি বিশ্বকাপে নবম স্থান শেষ করল টিম ইন্ডিয়া (Men’s Hockey World Cup 2023)।

ভারতের হয়ে গোল করলেন মনদীপ সিংহ (৩২ মিনিট), অভিষেক (৩৫ মিনিট), বিবেক সাগর (৩৯ মিনিট), অভিষেক (৪৩ মিনিট), হরমনপ্রীত সিংহ (৪৫ মিনিট), মনপ্রীত সিংহ (৫৮ মিনিট), হরমনপ্রীত সিংহ (৫৮ মিনিট) এবং সুখজিৎ সিংহ (৫৯ মিনিট)।

নিউজিল্যান্ডের কাছে ক্রসওভার ম্যাচে হেরে পদকের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার নবম-দশম স্থানের ম্যাচে জাপানের বিরুদ্ধে নেমেছিল ভারত। যে ম্যাচটা জিতে হতাশাজনক বিশ্বকাপের শেষটা ইতিবাচকভাবে করতে মরিয়া ছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে পর্যন্ত ভারত এবং জাপান ৩২ বার মুখোমুখি হয়েছিল। ২৬ বার জিতেছিল ভারত। তিনবার জিতেছিল জাপান। তিনটি ম্যাচ ড্র হয়েছিল। সেই দাপটই যেন এদিন ভারতের খেলায়।

ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে হেরে গিয়েছিল ভারত। চতুর্থ কোয়ার্টারের শুরু পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ৩-৩ করেছিলেন কিউয়িরা। ১৮ শটের শ্যুট আউটে শেষ পর্যন্ত ৫-৪ গোলে হেরে গিয়েছিল ভারত। প্রজাতন্ত্র দিবসে হরমনপ্রীতরা দেশের হকিপ্রেমীদের সান্ত্বনা পুরস্কার দিতে পারেন কি না, দেখার অপেক্ষায় ছিলেন সকলে।

ম্যাচের প্রথম দুই কোয়ার্টার অর্থাৎ প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল পায় ভারত। কিছুটা স্ট্র্যাটেজি পরিবর্তন করে। অমিত রুইদাস সরাসরি গোলের দিকে শট নেননি। ডানদিকে দাঁড়ানো মনদীপ সিংহের দিকে বল বাড়ান। যিনি স্টিক ছুঁইয়ে জালে বল জড়িয়ে দেন। ভারত ১-০ এগিয়ে যায়।

তারপর রিভার্স স্টিকে আসে ভারতের দ্বিতীয় গোল। গোল করেন অভিষেক। ভারত ২-০ এগিয়ে যায়। ৩৫ মিনিটে দ্বিতীয় গোলটি হয়। প্রথমার্ধে পেনাল্টি কর্নার থেকে একের পর এক সুযোগ নষ্ট করে ভারত। তবে দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যেতেই জাপান রক্ষণ যেন ছন্নছাড়া হয়ে পড়ে। ৩৯ মিনিটে ফিরতি বলে গোল করেন বিবেক। ভারত ৩-০ এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারেই ভারত ৪-০ করে। তারপর আর ফিরে তাকাতে হয়নি।

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের