Trains Cancelled on 27th January: শুক্রবার দেশে বাতিল ২৮২ ট্রেন, চলবে না একগুচ্ছ হাওড়া-বর্ধমান লোকাল, রইল তালিকা

শুক্রবার ভারতে কমপক্ষে ২৮২ টি ট্রেন বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গেও একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষত হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেল। যে তালিকায় কয়েকটি হাওড়া-বর্ধমান (ভায়া মেন ও কর্ড লাইন) লোকালও আছে।

কোন কোন ট্রেন বাতিল আছে, তা কীভাবে দেখবেন?

১) ‘National Train Enquiry System – Indian Railways’ বা NTES সার্চ করতে হবে। অথবা সরাসরি এই লিঙ্কে ক্লিক করুন।

২) নয়া একটি পেজ খুলে যাবে। স্ক্রিনের ডানদিকে পরপর ‘NTES’, ‘Indian Railways’, ‘National Train Enquiry System’ লেখা আছে। তার নীচে আছে ‘Exceptional Trains’। সেই ‘Exceptional Trains’-র ড্রপ-ডাউন বক্সে ক্লিক করতে হবে।

৩) ওই ড্রপ-ডাউন বক্সের প্রথমেই ‘Cancelled Trains’ আছে। তাতে ক্লিক করতে হবে। তাহলে আজ দেশে কোন কোন ট্রেন বাতিল আছে, সেই তালিকা খুলে যাবে।

৪) আজ কোন কোন ট্রেন পুরো বাতিল আছে, তা প্রথমে দেখাবে। কোন কোন ট্রেন আংশিক বাতিল আছে, তাও দেখা যাবে। তা দেখার জন্য স্ক্রিনের উপরের দিকে ‘282 trains cancelled (Start Date: 27-Jan)’-র ঠিক উপরে থাকা ‘Cancelled Type’-এ ‘Partially’ বেছে নিতে হবে।

আরও পড়ুন: Toy train: খারাপ আবহাওয়ার জন্য বন্ধ হল টয় ট্রেনের ‘জয় রাইড’, আবার চালু কবে?

হাওড়া-বর্ধমান শাখায় (মেন ও কর্ড লাইন) বাতিল ট্রেন

বর্ধমানের ২১৩ নম্বর রোড ওভারব্রিড ভেঙে ফেলার জন্য কাজ চলবে। থাকবে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক। সেজন্য হাওড়া-বর্ধমান শাখায় (মেন ও কর্ড লাইন) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, তা দেখে নিন –

১) বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮৩৬, ৩৬৮৪০, ৩৬৮৫০ এবং ৩৬০১২।

২) বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১২, ৩৭৮৮২, ৩৭৮৩৪, ৩৭৮৩৮ এবং ৩৭৮৪২।

৩) হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৫১ এবং ৩৬০১১।

৪) হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৭৮১, ৩৭৮২৭ এবং ৩৭৮৩৭।

আরও পড়ুন: Viral Video: ঘণ্টায় ১৬২ কিলোমিটার গতিতে ট্রেন চলল গাজিয়াবাদে! তাক লাগানো ভিডিয়ো

আজ হাওড়া থেকে আর কী কী ট্রেন বাতিল করা হয়েছে?

হাওড়া-চন্দনপুর লোকাল, হাওড়া-বারুইপাড়া লোকাল, হাওড়া-হরিপাল লোকাল, হাওড়া-তারকেশ্বর লোকাল, হাওড়া-আমতা লোকাল, হাওড়া-সিঙ্গুর শাখার কয়েকটি লোকাল ট্রেন বাতিল আছে। আবার বাতিল আছে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।

শিয়ালদা থেকে কোন কোন ট্রেন চলবে না?

শিয়ালদা-নৈহাটি লোকাল বাতিল আছে। চলবে না ১২৮৯৭ শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)