লাঠি নিয়ে তৈরি থাকুন, মতুয়া বিতর্কে মমতাকে কোণঠাসা করতে বিস্ফোরক BJP বিধায়ক

মতুয়া বিতর্ক একেবারে তুঙ্গে। বিজেপির দাবি, মতুয়া ধর্মগুরুদের নাম ভুল বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর মুখে ভুল নাম শুনে বিতর্ক একেবারে মারাত্মক আকার নিয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছেন মতুয়া সঙ্ঘের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আন্দোলন জোরদার করা হবে বলেও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

এদিকে মতুয়া বিতর্কে এবার তৃণমূল নেত্রীর অস্বস্তি বাড়়িয়ে রীতিমতো ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, আগামী নির্বাচনে যখন এই টিএমসির নেতারা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সের জন্য় আপনাদের ব্য়বহার করার চেষ্টা করবেন, আপনারা লাঠি, এই ডঙ্কা, কাঁসা নিয়ে সবাই তৈরি থাকবেন। যাঁরা ভোট চাইতে যাবে তাঁদের মুখে তুলে মারবেন। যাতে ওই মুখ দিয়ে আর কুরুচিকর মন্তব্য না বের হয় কোনওদিন। এদিকে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্য়েই রাজনীতির ময়দানে শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে মুখ্য়মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে যশোর রোড অবরোধ করেন মতুয়া সদস্যরা। তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। মতুয়া নেতৃত্বের অভিযোগ মালদার প্রশাসনিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মতুয়া ধর্মগুরুর নাম ভুল করে উচ্চারণ করেন। এরপর তিনি বোলপুরে প্রশাসনিক সভার মঞ্চ থেকে জানিয়ে দেন, আমি একটা ভুল করেছি। তাতেই কত ট্রোল। তবে এই ভুলটাকেই কার্যত ইস্যু করে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। চলছে জোরকদমে আন্দোলন। পঞ্চায়েত ভোটের আগে আন্দোলনের সুর চড়াতে উঠেপড়ে লেগেছে গেরুয়া নেতৃত্ব।

তবে তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি ভুল বোঝাচ্ছে। মতুয়ারা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেই রয়েছেন।

তবে গোটা বিষয়টিকে হালকা ভাবে মেনে নিতে চাইছেন না মতুয়া নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থেকে এভাবে মতুয়া ধর্মগুরুদের নাম ভুল বলে তিনি অপমান করেছেন বলেও অভিযোগ উঠেছে। এনিয়ে কেন সতর্ক হননি সেই প্রসঙ্গও উঠেছে। আর তাতেই কার্যত হাওয়া দিতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। আসলে প্রতিবারই ভোট এলে মতুয়াদের নিয়ে দড়ি টানাটানি শুরু হয়।

সামনেই পঞ্চায়েত ভোট। ফের সামনে মতুয়া ইস্যু।মতুয়াদের মন ভেজাতে ময়দানে নেমে পড়েছে সবপক্ষই। তবে তার মধ্যেই ধর্মগুরুদের নাম ভুল বলাকে কেন্দ্র করে অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। ভোটে তার প্রভাব যাতে না পড়ে সেদিকেও নজর তৃণমূল শিবিরের।