Bird Smuggling: পাচারের আগেই উদ্ধার বিরল প্রজাতির হিল ময়না, গ্রেফতার পাচারকারী

পাচারের আগেই উদ্ধার হল বিরল প্রজাতির ময়না পাখি। বক্সার জঙ্গল ওই বিরল প্রজাতির হিল ময়না পাখি চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে বনদফতরের আধিকারিকরা হানা দিয়ে সেই পাখি উদ্ধার করার পাশাপাশি এক যুবককে গ্রেফতার করেছে। মোট ৭ হিল ময়না পাখি উদ্ধার হয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

গোপন সুত্রের খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পাগলা বাজার এলাকায় শনিবার ভোরে হানা দেন বনদফতরের আধিকারিকরা। কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের আধিকারিকরা সেখানে হানা দিয়ে বিরল প্রজাপতির ৭টি হিল ময়নাপাখি উদ্ধার করে। ঘটনায় এক যুবকে গ্রেফতার করেছে বনদফতর। ধৃত যুবকের নাম হাসান মিয়া। ঘটনায় একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে বনদফতর। এই বিষয়ে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জার উত্তম কুমার সরকার বলেন, ‘৭টি হিল ময়না পাখি উদ্ধার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, কখনও মূল্যবান কাঠ,কখনও বন্যপ্রাণী, কখনও বা বন্য প্রাণীর দেহাংশ লুট করে চড়া দামে পাচার করে থাকে পাচারকারীরা। তবে এবার বক্সার মূল্যবান কাঠ বা বন্যপ্রাণীর দেহাংশ নয়, পাচারকারীদের নজর বক্সার বিরল প্রজাতির পাখিদের ওপর। নানান বিরল প্রজাতির পাখির আবাসস্থল এই বক্সার জঙ্গল। সেখান থেকেই কোনওভাবে হিল ময়না ধরে চড়া দামের বক্সার পাচারের ছক কষেছিল পচারকারীরা। তবে শেষমেষ পাচারকারীদের সেই উদ্দেশ্য বানচাল করল বনদফতর। উদ্ধার হওয়া পাখিগুলির প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup