Didir Suraksha Kabach program: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে তৃণমূল বিধায়কের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি স্থানীয়দের

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তাঁকে সমাজ স্থলে যেতে বাধা দেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় স্থানীয়দের। যদিও এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে মুর্শিদাবাদের বড়ঞার তেলডুমা গ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে প্রথমে বিধায়ককে বাধা দেন স্থানীয়রা। সেই সময় বিধায়ককে ঘিরে ধরেন গ্রামের শতাধিক যুবক। গ্রামে ক্লাব তৈরি ও খেলার মাঠের দাবিতে সভাস্থলে যেতে বাধা দেয় বিক্ষোভকারীরা। প্রতিরোধ সরিয়ে নিরাপত্তারক্ষী ও স্থানীয় কর্মীরা বিধায়ককে সভাস্থলে নিয়ে যায়। সেখানেও বিক্ষোভকারীরা গিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বক্স মাটিতে ফেলে দেন। ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। শুধুমাত্র বিধায়কের সামান্য বক্তব্যের পরেই সভা শেষ করা হয়। যদিও বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানিয়েছেন, গ্রামের ছেলেরা একত্রিত হয়ে অভিযোগ জানাতে এলে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মিটে গিয়েছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, সমস্যার কথা জানাতে এসে তাদের আক্রান্ত হতে হয়েছে।

এবিষয়ে বিধায়ক বলেন, ‘কিছু মানুষের দাবি ছিল ক্লাব করে দেওয়ার। জমি নিয়ে কিছু সমস্যা চলছিল। তাই সবাই একসঙ্গে এসেছিল তাঁদের সমস্যা জানাতে। ঠিকমতো তাঁরা তাঁদের সমস্যার কথা জানাতে পারছিলেন না। সেই সময় একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কোনও রকমের বাধা দেওয়া বা ধ্বস্তাধ্বস্তি হয়নি।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup