Ramdev in Controversy: ‘মুসলিমরা ৫ বার নমাজ পাঠ করেন আর…’ মন্তব্যের জেরে ফের বিতর্কে বাবা রামদেব

ফের এক বিতর্কে যোগগুরু বাবা রামদেব। সদ্য তিনি মুসলিম সম্প্রদায়কে ঘিরে এক মন্তব্যের জেরে বিতর্কের আলোয় এসেছেন। তিনি বলেন, ‘৫ বার নমাজ পাঠ করেন মুসলিমরা, এরপর যা ইচ্ছে তাই করেন তাঁরা’। তাঁর বক্তব্যে সন্ত্রাসবাদ ইস্যুও জায়গা করেছে। সবমিলিয়ে সদ্য বাবা রামদেবের বক্তব্যে বিতর্ক তুঙ্গে। (রাত হলেই বাজে কলিং বেল, দরজার ওপারে নগ্ন মহিলা! এলাকায় ঘুরছেন কে? মিলল খোঁজ)

রাজস্থানের বারমেঢ়ে এক সভায় বক্তব্য রাখছিলেন বাবা রামদেব। তিনি সেখানে দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো কাজে ব্রতী, অন্যদিকে, দুইটি সম্প্রদায় যেমন মুসলিম ও খ্রিস্টানরা ধর্মান্তরীকরণের পথে হাঁটে। রামদেব বলেন, ‘মুসলিমরা প্রতিদিন ৫ বার নমাজ পাঠ করেন। তারপর যা ইচ্ছে তাই করেন। অপহরণ করেন হিন্দু মহিলাদের, করেন সমস্তরকমের পাপ। আমাদের মুসলিম ভাইরা অনেক পাপ করেন, তবে নমাজ পাঠও করেন, সেটাই তাঁদের শেখানো হয়েছে। হিন্দু ধর্ম এমন নয়।’ সদ্য বাবা রামদেবের ওই ভিডিয়ো ভাইরাল (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হতে থাকে। সেখানেই দেখা যায়, বাবা রামদেব বলছেন, ‘আমি কারোর সমালোচনা করছি না।’ এরসঙ্গেই তিনি বলেন,’কিছু মানুষ গোটা বিশ্বকে ইসলামে ধর্মান্তরিত করার কথা বলেন, বাকিরা বলে থাকেন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার কথা।’ বাবা রামদেবের দাবি, এই ধর্মগুলির ধর্মান্তরকরণ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য নেই। ইসলামধর্মাবলম্বীদের নিয়ে সমালোচনার সুরে তিনি বলেন, নমাজ পাঠের পরও তাঁরা সন্ত্রাসের রাস্তা বেছে নেন। তিনি ইসলাম ধর্মাবলম্বীদের পোশাক নিয়েও মন্তব্য করেন। এক ভাইরাল ভিডিয়োয় এই সমস্ত বক্তব্য উঠে আসে। আর তা নিয়েই শুরু হয় সমালোচনার ঝড়।

এই সভা থেকেই বাবা রামদেব বলেন, হিন্দু ধর্ম কোনও মতেই হিংসার রাস্তা শেখায় না। তিনি পরামর্শের সুরে ওই সভায় বলেন,’অনেক সকালে উঠুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যোগভ্যাস করুন, ভালো কাজ করুন, ঈশ্বরের পুজো করে ভালো কাজ করুন। এটাই হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম আমাদের শেখায়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup