মুখের ত্বকের নানা সমস্যার মধ্যে অন্যতম হল ব্ল্যাকহেডসের সমস্যা। সারা বছরই এই জেদি ব্ল্যাকহেডসের সমস্যা দেখা যায়। এই সমস্যা মূলত নাক, নাকের দুই পাশে এবং থুতনিতে দেখা যায়। কারও কারও ক্ষেত্রে এই সমস্যা কম থাকে, কারও ক্ষেত্রে বেশি। অনেকেই ঘরোয়া টোটকার সাহায্যে এটা থেকে মুক্তি পান, অনেকে আবার পার্লারে যান। যাঁদের ব্ল্যাকহেডসের সমস্যা কম থাকে তাঁদের ক্ষেত্রে মূলত স্ক্রাবিং, ক্লিনিং বা টোনিং করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এসব করেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না।
তবে আপনি যদি সহজেই এই সমস্যা তাড়াতে চান তাও ঘরোয়া উপায়ে দেখুন কী করবেন।
টি ট্রি অয়েল ব্ল্যাকহেডস তো বটেই একাধিক ত্বকের সমস্যা দূর করতে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে থাকে। আপনি নাক বা থুতনি থেকে জেদি ব্ল্যাকহেডস তাড়াতে চাইলে এটা ব্যবহার করুন। দেখুন কোন উপায়ে কোন পদ্ধতিতে টি ট্রি অয়েল ব্যবহার করবেন।
মুলতানি মাটি এবং টি ট্রি অয়েল
এক চামচ মুলতানি মাটি নিন তার সঙ্গে মেশান কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। এবার এক চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে সেটা মুখে লাগান। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট মতো রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
টি ট্রি অয়েল ফেসিয়াল স্ক্রাব
আগে মুখ একটু গরম ভাপ দিন। ভাপ নেওয়ার পর যখন ত্বক নরম হয় যাবে তখন এক চামচ ফাইন সুগার, এক চামচ অলিভ অয়েল, আর কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন মুখে। ভালো করে মিনিট দুই তিন ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন।
টি ট্রি অয়েল ময়েশ্চারাইজার
আগে ভালো করে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর আপনি যে ময়েশ্চারাইজার মাখেন সেটার সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। যেখানে ব্ল্যাকহেডস আছে সেখানে ভালো করে এটা লাগান। এবং ম্যাসাজ করুন। রোজ রাতে এটা মাখুন।
জোজোবা অয়েল এবং টি ট্রি অয়েল
এক চামচ জোজোবা অয়েলের সঙ্গে এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান। তারপর সেটা মুখে ভালো করে ম্যাসাজ করুন। এরপর ভালো করে মুখ ধুয়ে ফেলুন ফেসওয়াশ দিয়ে।