তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদেশিকে উদ্ধার

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির একজনকে উদ্ধার করা হয়েছে। তুরস্ক সময় সন্ধ্যার দিকে নুর আলম নামে ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। কিন্তু তার সঙ্গী গোলাম সাইদ রিংকু এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম।

তিনি জানান, নুর আলম সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু রিংকুর এখনও খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র এবং তার বাড়ি বগুড়া।

কনসাল জেনারেল বলেন, ‘ওই অঞ্চলে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখন পর্যন্ত আর কোনও হতাহতের খবর পাইনি। এছাড়া সাতজন বাংলাদেশি শিক্ষার্থীকে ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এখন ওই অঞ্চলে আবহাওয়া প্রায় শূন্য ডিগ্রির কাছে। বৈরি পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ধীরগতিতে চলছে।

ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন। কিছু সংখ্যক সেখানে ব্যবসা করেন। আবার অনেকে এনজিওতে চাকরি করেন।