Road accident in WB: পথ দুর্ঘটনা কমাতে চারটি দফতরের থেকে তথ্য সংগ্রহ করে ডেটাবেস বানাবে পশ্চিমবঙ্গ

সম্প্রতি একের পর এক পথ দুর্ঘটনা ঘটে চলেছে রাজ্যে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা কমাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। এর জন্য দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করতে তৈরি হচ্ছে তথ্যভাণ্ডার। চালু হচ্ছে ইন্টিগ্রেটেড রোড এক্সিডেন্ট ডেটাবেস। এই তথ্য ভাণ্ডারে পথ দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে, যেমন কোথায় দুর্ঘটনা ঘটেছে? কবে, কখন, কী কারণে দুর্ঘটনা, কীভাবে? সেই সমস্ত তথ্য জমা হবে সরকারের কাছে। সেই তথ্য সংগ্রহ হলেই সংশ্লিষ্ট এলাকায় পথ দুর্ঘটনা কমানোর জন্য কী করা প্রয়োজন? তার জন্য মাদ্রাজ আইআইটির মতামত নেওয়া হবে।

উলেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে দুর্ঘটনা কমানোর জন্য প্রত্যেক রাজ্যকে গাইডলাইন ঠিক করে দেওয়া হয়েছে। সেই গাইডলাইন মেনেই এই তথ্য ভাণ্ডার তৈরির কাজ করছে রাজ্য। জানা গিয়েছে, পুলিশ, পরিবহণ, পূর্ত এবং স্বাস্থ্য দফতরের তরফে এই তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। তার জন্য পুলিশ এবং মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই চারটি দফতর আলাদা আলাদাভাবে তদন্ত করে তথ্য জমা দেবে। যেমন পরিবহণ দফতর খতিয়ে দেখবে গাড়ির যান্ত্রিক ত্রুটির বিষয়গুলি। পুলিশ খতিয়ে দেখবে কী কারণে দুর্ঘটনা এবং গাফিলতি কী? স্বাস্থ্য দফতর খতিয়ে দেখবে দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কিনা? এই সংক্রান্ত বিষয় এবং পূর্ত দফতর রাস্তার অবস্থা ঠিক ছিল কিনা তা খতিয়ে দেখবে।

কলকাতায় এই প্রকল্পের ক্ষেত্রে নোডাল অফিসার হিসেবে কাজ করবেন পুলিশ কমিশনার। অন্যদিকে, জেলার ক্ষেত্রে জেলা শাসকরা নোডাল অফিসার হিসেবে কাজ করবেন। এই তথ্য ভাণ্ডার তৈরি হলে কোথায় কী কারণে দুর্ঘটনা ঘটছে? তা জানা যাবে। এর ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সরকার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup