ChatGPT-কে টেক্কা দিতে নতুন AI চ্যাটবট ‘Bard’ আনল Google! ঘোষণা সুন্দর পিচাইয়ের

ChatGPT-র প্রতিদ্বন্দী AI আনল গুগল। নাম ‘বার্ড'(Bard)। গত কয়েকদিন ধরেই ChatGPT-কে টেক্কা দেওয়ার জন্য গুগল কাজ করছে বলে শোনা যাচ্ছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যেই যে গুগল একটি AI চ্যাটবট নিয়ে আসবে, তা কেউ ভাবতে পারেননি। সূত্রের খবর, ChatGPT বাজারে আসার সঙ্গে সঙ্গেই সার্চ ইঞ্জিন ব্যবসার ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়ে যায় গুগল। অনেকে এমনও বলতে শুরু করেন যে, এই জাতীয় চ্যাটবট-ই ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের স্থান নিয়ে ফেলবে। এমন পরিস্থিতিতেই গুগল আগেভাগে AI বটের ক্ষেত্রে প্রবেশ করে নিল। আনল Bard ।

এই বিষয়ে একটি ব্লগ পোস্টে গুগলের CEO সুন্দর পিচাই লিখেছেন, ‘আপাতত কয়েকজন বিশ্বস্ত পরীক্ষকের জন্য এই পরিষেবা চালু করা হবে। আসন্ন কয়েক সপ্তাহে সেটি সকলের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হবে।’ আরও পড়ুন: AI Viral Pics: বরফে ঢাকল কলকাতা, দিল্লি থেকে মুম্বই! ভাইরাল ছবির মায়ায় মুগ্ধ নেটিজেনরা

এর আগে, গত সপ্তাহেই অবশ্য এই নয়া উদ্যোগের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন সুন্দর পিচাই। সংস্থার আয়ের রিপোর্টের কনফারেন্স কলে নতুন এই পরিষেবার বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

মাইক্রোসফটকে টেক্কা?

ChatGPT এনেছে যে মূল সংস্থা, তার নাম OpenAI । মজার বিষয় হল, এই ওপেন এআই-তে বিনিয়োগ আছে মাইক্রোসফটের। ফলে কার্যত যেন মাইক্রোসফটকেই টেক্কা দিতে দ্রুত নতুন Bard আনল গুগল।

সম্প্রতি OpenAI-তে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসফট। ভাতীয় মুদ্রায় যা প্রায় ৮০ হাজার কোটি টাকা! ফলে AI যে আগামিদিনে বিশ্বে বড়সড় প্রভাব ফেলতে চলেছে, তা ধরে নেওয়াই যায়।

সূত্রের খবর, এবার এই OpenAI-এর ডেভেলপ করা কৃত্রিম বুদ্ধিমত্তাকে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার প্রোডাক্টে অন্তর্ভুক্ত করা হবে। শুধু, তাই নয়, মাইক্রোসফটের একটি সার্চ ইঞ্জিনও রয়েছে। তার নাম Bing । সেখানেও এই AI-এর বিভিন্ন ব্যবহার সংযুক্ত করা হবে। এর মাধ্যমে নতুন ব্যবহারকারী টানার পরিকল্পনা তাদের। যদিও বর্তমানে Google-এর একচেটিয়া জনপ্রিয়তার কারণে সেভাবে সুবিধা করতে পারে না Bing ।

ChatGPT কী?

গত বছর ডিসেম্বরের শুরুতে OpenAI তাদের নতুন চ্যাটবট ChatGPT-র লঞ্চ করে। আর তার নির্ভুলভাবে উত্তর দেওয়ার ক্ষমতায় অবাক হয়ে গিয়েছেন সকলে। যেন আদতে কোনও মানুষই আপনাকে উত্তর দিচ্ছেন। এমনই এক ‘মানুষ’ যিনি আপনাকে মজার জোক-ও শোনাতে পারবেন, আবার জটিল বীজগণিতেরও সমাধান করে দেবেন। কয়েক সেকেন্ডে ধরে দেবেন ব্যালেন্স শীটের ভুল। লিখে দেবেন পাতার পর পাতা প্রেমের কবিতা। সেটা পড়ে কেউ ধরতেই পারবেন না যে সেটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের লেখা। বিষয়টি যেমন মজার, তেমনই আশঙ্কারও বটে। অনেকে বলছেন, এমন AI আগামিদিনে বহু কাজ খেয়ে নেবে। এমনকি গুগল সার্চের বদলেও এমন AI সার্চের জনপ্রিয়তা তৈরি হয়ে যাবে।

ইতিমধ্যেই বাজফিডের মতো কনটেন্ট সংস্থায় AI দিয়ে আর্টিকেল লেখানো শুরু হয়ে গিয়েছে। আবার অনেক সফটওয়্যার ডেভলপমেন্ট সংস্থায় AI ব্যবহার করে কোডিংয়ের কাজ করা হচ্ছে। তবে বর্তমানে AI ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল ‘ইন্টিগ্রেশন’। অর্থাত্, আপনি যে প্ল্যাটফর্মেই কাজ করুন না কেন, তাতে AI প্রয়োগ করতে হলে একজন মানুষকেই তা করতে হচ্ছে। আগামিদিনে সেই বিষয়টিও স্বয়ংক্রিয় করার বিষয়ে কাজ চলছে। আরও পড়ুন: ChatGPT: অঙ্ক কষা থেকে কবিতা লেখা, সব করে দিচ্ছে AI! চাকরি গেল বলে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup