Gold Durga Idol: মালদার মানিকচকে সোনার মূর্তি উদ্ধার, কী করতে গিয়ে এমন ঘটনা ঘটল?‌

মালদার মানিকচক থেকে এবার সোনার মূর্তি উদ্ধার হয়েছে। এই সোনার মূর্তি মা দুর্গাকে নিয়ে তৈরি। সুতরাং সোনার দুর্গা প্রতিমা এই বাজারে উদ্ধার হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। চাষের জমির উপর পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় সোনার দুর্গা মূর্তি। আর তা পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। এখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে বলে খবর।

ঠিক কী ঘটেছে মালদায়?‌ স্থানীয় সূত্রে খবর, মীরদাদপুর অঞ্চলের রাজনগরের দামোদরপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিশু ঘোষ। তাঁর জমিতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে একটি মূর্তি হাতে পান তিনি। তাতে তিনি বেশ অবাক হয়ে যান। আর আশেপাশের লোকজনকে মূর্তির কথা বললে ভিড় জড়ো হয়। স্থানীয়রা অনেকেই এটাকে সোনার দুর্গা মূর্তি হিসাবে চিহ্নিত করেন। ততক্ষণে পুলিশ এসে যায় ঘটনাস্থলে। আর তদন্ত শুরু করে।

আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনার পর মূর্তিটিকে পুকুরে নিয়ে গিয়ে জল দিয়ে পরিষ্কার করা হয়। আর তখনই বোঝা যায় এটি সোনার দূর্গা মূর্তি। মূর্তিটি সোনার এবং এটি একটি দুর্গা মূর্তি বুঝতেই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। এই সোনার মূর্তি পাচার করতে গিয়েই এখানে পড়ে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। কোনও ব্যক্তি একাধিক মূর্তে নিয়ে এখান দিয়ে যাচ্ছিল পাচারের উদ্দেশে। তখন একটি সোনার মূর্তি কোনভাবে পড়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ঠিক কী বলছে পুলিশ?‌ এই সোনার দুর্গামূর্তি উদ্ধার নিয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‌একটি দুর্গা মূর্তি উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছে, এটা সোনার মূর্তি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকার লোকজন মূর্তিটিকে পুজোও করতে শুরু করেছেন। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ পিকেটিংও বসানো হয়েছে। মূর্তিটি কোথা থেকে এসেছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup