Police Commissioner: ‘‌কলকাতা শহরে পথ দুর্ঘটনা অনেক কমেছে’‌, বেহালার ঘটনার দিনই দাবি নগরপালের

আজ, সোমবার থেকে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। আর আজই বেহালায় পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। বাসের রেষারেষিতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। তবে কলকাতা শহরে আগের থেকে পথ দুর্ঘটনার পরিমাণ অনেক কমেছে বলে দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আজ, সোমবার কলকাতা পুলিশের রোড সেফটি অ্যাওয়ারনেস অনুষ্ঠানের সূচনা করতে এসে এই তথ্যই জানান পুলিশ কমিশনার।

কেমন উদ্যোগ নেওয়া হচ্ছে? পথ‌ দুর্ঘটনা কমাতে এবার তথ্যভাণ্ডার তৈরি করছে রাজ্য সরকার। রাজ্যের দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করার জন্য চালু হচ্ছে ইন্টিগ্রেটেড রোড এক্সিডেন্ট ডেটাবেস (আইআরএডি)। অর্থাৎ কোথায়, কখন, কীভাবে, কেন পথ দুর্ঘটনা ঘটছে তার যাবতীয় তথ্য জমা হবে রাজ্য সরকারের কাছে। সেইসব ত‌থ‌্য জানার পর মাদ্রাজ আইআইটি’‌র পক্ষ থেকে জানানো হবে ওই এলাকায় মূল সমস‌্যা কী এবং কীভাবে তা সমাধান করা যাবে।

ঠিক কী বলেছেন পুলিশ কমিশনার?‌ আজ দিনের শুরুতেই বেহালার–ঠাকুরপুকুরে বাসের রেষারেষির বলি হলেন এক মহিলা। ছেলের স্কুটিতে চেপে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেহালা–ঠাকুরপুকুরের বাসিন্দা। সুতরাং আর বাড়ি ফেরা হল না। পথ নিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠানের সূচনায় এসে পুলিশ কমিশনার বলেন, ‘‌শহরে যে সব এলাকায় বড় স্কুল রয়েছে, সেখানে স্কুল শুরু এবং শেষের আগে প্রচুর ভিড় হয়। সেই ভিড় বড় রাস্তার মাঝে চলে আসে। পুলকারেরও ভিড় লেগে থাকে। প্রয়োজনে স্কুলবাসের ব্যবহার আরও বাড়াতে হবে। তাহলে পুলকার কমানো যাবে। তবে কলকাতা শহরে আগের থেকে পথ দুর্ঘটনার পরিমাণ অনেক কমেছে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ নবান্ন সূত্রে খবর, পুলিশ–পরিবহণ–পূর্ত এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই ডেটাবেস তৈরি হবে। ইতিমধ্যেই পুলিশ এবং মোটর ভেহিক্যালস ইনস্পেক্টদের এই বিষয়ে প্রশিক্ষণও হয়ে গিয়েছে। পুরো প্রক্রিয়াটাই হবে সম্পূর্ণ ওয়েব বেসড। পুলিশ কমিশনারের মতে, কলকাতা শহরে বায়ু দূষণও একটা বড় সমস্যা। পুরনো গাড়ির কারণেই দূষণ ছড়ায়। রাজ্য সরকারের পরামর্শ মেনে কলকাতা পুলিশও তাদের অনেক পুরনো গাড়ি বাতিল করেছে। ধাপে ধাপে পুলিশের গাড়িগুলি ইলেকট্রিক ভেহিকেলে পরিনত করা হবে। রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে পথ দুর্ঘটনার হার কিছুটা হলেও কমেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup