Womens IPL: মহিলাদের আইপিএলে নিলামে উঠছেন ৪০৯ জন, সর্বোচ্চ বেস প্রাইস হরমনপ্রীত, স্মৃতিদের

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> চলতি বছরেই প্রথমবারের মত বসতে চলেছে মহিলাদের আইপিএলের আসর। আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। তার জন্য নিলামে নাম উঠতে চলেছে মোট ৪০৯ জন ক্রিকেটারের। মোট ২২টি ম্যাচ খেলা হবে। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ও ব্রেবোর্ন স্টেডিয়ামে মহিলাদের আইপিএলের সব ম্যাচগুলো আয়োজিত হবে।</p>
<p style="text-align: justify;">মোট ১৫২৫ জন ক্রিকেটার নিজের নাম রেজিস্টার করেছিলেন আইপিএলের জন্য। সেখান থেকেই ৪০৯ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৪৬ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। সেই বিদেশি ক্রিকেটারদের মধ্যে আবার ৮ জন অ্যাসোসিয়েট দেশের। ক্যাপড প্লেয়ার রয়েছেন মোট ২০২ জন। আনক্যাপড রয়েছেন ১৯৯ জন।</p>
<p style="text-align: justify;">সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন মোট ২৪ জন। সেই তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন শেফালি ভার্মা। বিদেশিদের মধ্যে রয়েছেন এই তালিকায় সোফি একেলস্টোন, সোফি ডিভাইন, ডিয়েন্ড্রা ডটিন ও এলিশা পেরি।</p>
<p style="text-align: justify;"><strong>কবে শুরু টুর্নামেন্ট?</strong></p>
<p style="text-align: justify;">সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ধুমল বলেন, ‘মহিলাদের প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে।’ এর পাশাপাশি ধুমল আরও জানান যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই, ১৩ ফেব্রুয়ারি মুম্বইতে টুর্নামেন্টের নিলাম আয়োজিত হতে চলেছে। প্রায় ১৫০০ জন এই ক্রিকেটার এই নিলামে নিজেদের নাম দিয়েছেন। তবে কাটছাট করা খেলোয়াড়দের তালিকা এই সপ্তাহের শেষের দিকেই জানা যাবে বলে খবর। লিগটি ব্রেবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পাঁচ দলের মহিলা প্রিমিয়ার লিগটি আয়োজিত হবে। শোনা যাচ্ছে, গুজরাত জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ফ্রাঞ্চাইজিদের ম্যাচ দিয়ে মহিলাদের&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>&nbsp;শুরু হবে।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>টুর্নামেন্টের খুঁটিনাটি</strong></p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CKCWrdTOg_0CFWaMZgIdPvkNNA">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__" style="text-align: justify;">খবর অনুযায়ী আসন্ন নিলামে প্রতিটি দলের কাছেই ১২ কোটি টাকার পার্স থাকবে। প্রতিটি দলকে এই মূল্যের মধ্যেই সর্বনিম্ন ১৫টি খেলোয়াড় কিনতেই হবে। ফ্রাঞ্চাইজিগুলি অবশ্য সর্বাধিক ১৮টি ক্রিকেটার দলে নিতে পারে। অ্যাসোসিয়েট দেশগুলির একজন খেলোয়াড়সহ মোট পাঁচজন বিদেশিকে একাদশে রাখতে পারবে দলগুলি। এবারের টুর্নামেন্টে ২২টি ম্যাচ হওয়ার কথা। লিগ পর্যায়ের পর শীর্ষে থাকা দলটি সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলি প্লে-অফ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে পারবে।</div>
</div>
</div>
</div>